Thank you for trying Sticky AMP!!

ঐতিহ্যবাহী কমলাপুর রেলস্টেশন

কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের কেন্দ্রীয় রেলস্টেশন। এটি বাংলাদেশের সবচেয়ে বড় রেলস্টেশনও। এর অবস্থান ঢাকার মতিঝিলে। এটি ঢাকার সঙ্গে দেশের অন্য জায়গার মধ্যে যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্মিনাল। এ স্টেশনের স্থাপত্যশৈলী অনন্য। এর নকশা করেছেন মার্কিন স্থপতি রবার্ট বাউগি। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৬০ সালে আর চালু হয় ১৯৬৯ সালে। এত বড় স্থাপনা তৎকালীন পূর্ব পাকিস্তানের আর কোথাও ছিল না। এত বড় নির্মাণকাণ্ড দেখে মানুষ অবাক হতো। রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা কমলাপুর রেলস্টেশন স্থানান্তরের প্রস্তাব এসেছে। বর্তমান স্থানে স্টেশনটি থাকলে নির্মাণাধীন ঢাকা মেট্রোরেলের স্থাপনার আড়ালে পড়ে যাবে। এ স্টেশন ঘুরে ছবি তুলেছেন সাবিনা ইয়াসমিন।

রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা কমলাপুর রেলস্টেশন
কমলাপুর স্টেশনটিই ১৩০ মিটার উত্তরে সরিয়ে নেওয়া হবে
ট্রেনের অপেক্ষায় একজন খবরের কাগজ পড়ছেন
এখানে অনেক মানুষের কর্মসংস্থান। নিয়মিত জুতা কালির কাজ করেন রহিম মিয়া
রোজ সকালে ঝাড়ু চলে স্টেশনে
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ নামেন কমলাপুর স্টেশনে
ভাসমান পথশিশুদের স্থায়ী ঠিকানাও এই স্টেশন
ট্রেনের অপেক্ষায় গাছের ছায়ায় বসে বই পড়ছেন এক যাত্রী
পুরোনো এই ভবন সরিয়ে নেওয়া হবে
প্ল্যাটফর্মের ছাদে ঘুমিয়ে আছেন ভাসমান মানুষ
স্টেশন পারাপার সেতুতে নিয়মিত পারাপার হয় এলাকার মানুষ
যাত্রীর অপেক্ষায় থাকা দিনমজুরেরাও খবরের কাগজ পড়েন