Thank you for trying Sticky AMP!!

খবরের কাগজে উৎসুক চোখ

সকালবেলা গরম চায়ের সঙ্গে খবরের কাগজ পড়া বাঙালির অভ্যাস। শুধু সকাল কেন, ঘুরেফিরে, চলতি পথে, কাজের ফাঁকে, বন্ধুর আড্ডায়, খেলার ছলে দিনের নানা সময় নানা বয়সের মানুষ খবরের কাগজ পড়ে। অনলাইন আর ফেসবুকের যুগেও আগ্রহ নিয়ে সংবাদপত্র পড়তে দেখা যায় অনেককে। ঢাকার বিভিন্ন এলাকা থেকে এমনই কিছু ছবি তুলেছেন সাবিনা ইয়াসমিন
মিরপুর ১ নম্বর বাসস্ট্যান্ডে সকালে খবরের কাগজে উৎসুক চোখ
বিক্রির আগে একঝলক পত্রিকা পড়ে নিচ্ছেন সংবাদপত্র বিক্রেতা। পল্টন থেকে তোলা
কাজের অবসরে রিকশাচালক পড়ছেন পত্রিকা। শাহবাগ এলাকা থেকে তোলা
ট্রাকচালক অবসরে পত্রিকা পড়ছেন। কারওয়ান বাজার থেকে তোলা
দায়িত্ব পালনের ফাঁকে সময় পেলে পত্রিকা দেখে নিচ্ছেন ট্রাফিক পুলিশ। মিরপুর থেকে তোলা
লেবু বিক্রেতা পত্রিকায় দেখে নিচ্ছেন দিনের গুরুত্বপূর্ণ খবর। সেগুনবাগিচা থেকে তোলা
ট্রেনের অপেক্ষায় আছেন যাত্রী। কমলাপুর রেলস্টেশনে অপেক্ষার সময়টুকু পত্রিকা পড়ছেন তিনি
বারান্দায় বসে পত্রিকা পড়ার আমেজই আলাদা
যাঁর যা পছন্দ, পড়ছেন সে অংশ
শিশুরা খুঁজে নেয় তাদের পছন্দের খবর
এখনো দেয়ালে সাঁটানো পত্রিকা পড়েন অনেকে
দেয়ালে সাঁটানো পত্রিকা পড়ছেন তাঁরা