Thank you for trying Sticky AMP!!

বিভিন্ন কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে ইভিএম মেশিনসহ ভোটের নানা সরঞ্জাম

চট্টগ্রামে রাত পোহালেই ভোট

করোনার কারণে ২০২০ সালে সিটি করপোরেশন নির্বাচন স্থগিত হয়ে যাওয়ার পর আবার আগামী পাঁচ বছরের জন্য মেয়র নির্বাচন করবে চট্টগ্রাম নগরের মানুষ। বুধবার চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে শহর। ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছেন শহরময়। মঙ্গলবার ছবিগুলো তুলেছেন সৌরভ দাশ ও জুয়েল শীল
বহদ্দারহাট এলাকায় নিজ বাড়িতে নেতা-কর্মীদের সঙ্গে সময় কাটান আওয়ামী লীগের প্রার্থী মো. রেজাউল করিম চৌধুরী (বাঁ থেকে তৃতীয়)
বিএনপির দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপির মেয়র প্রার্থী শাহাদাত হোসেন (মাঝে মাস্ক পরা)
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের আট হাজার সদস্য মাঠে থাকছেন
নির্বাচনী সরঞ্জাম নিতে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বহনে ব্যবহৃত হবে এই বাসগুলো। নগরের জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে
বিভিন্ন কেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছে ইভিএম মেশিনসহ ভোটের নানা সরঞ্জাম
সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর