Thank you for trying Sticky AMP!!

জমজমাট হাডুডু

ক্রিকেটের ভিড়ে জাতীয় খেলা হাডুডু হারিয়ে যেতে বসেছে প্রায়। কিন্তু গ্রামবাংলায় এখনো এই খেলার সমাদর রয়েছে। তার প্রমাণ পাওয়া গেল গতকাল রোববার খুলনার ডুমুরিয়া উপজেলার পূর্ণচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় মাঠে। মুজিব শতবর্ষ উপলক্ষে শলুয়া মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী হাডুডু খেলার সমাপনী দিনে গিয়ে দেখা গেল হুলুস্থুল কাণ্ড। দূরদূরান্ত থেকে মানুষ আসছে হাডুডু খেলা উপভোগ করতে। উৎসবমুখর পরিবেশ ছিল মাঠজুড়ে। ছোট্ট শিশু থেকে শুরু করে বয়স্করাও রাত অবধি উপভোগ করলেন গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলা। ছবিগুলো তুলেছেন সাদ্দাম হোসেন।

খেলার নির্ধারিত জায়গায় খেলোয়াড়েরা
খেলা শুরুর অপেক্ষায় দর্শক
চলছে খেলার প্রস্তুতি
খেলা শুরু আগে শুরু হয়ে গেছে বাজনা
খেলার সুবিধার জন্য খেলোয়াড়েরা পায়ে তেল মেখেছে। হাতে মেখেছে বালু
প্রতিপক্ষের পক্ষে ‘টেক...টেক’ বলতে বলতে ডুক দিতে যাচ্ছেন এক খেলোয়াড়
এবার পালা অন্য দলের
ডুকের খেলোয়াড়কে ধরতে চান সবাই
প্রতিপক্ষের খেলোয়াড়ের ঝাঁপ, চৌকস লাফ
কিছুক্ষণের মধ্যে খেলা জমে ক্ষীর
ডুকের খেলোয়াড়কে ধরতে চান সবাই
খেলতে খেলতে বেড়েছে রাত