Thank you for trying Sticky AMP!!

পলো বাওয়া উৎসব

সিলেটে শুষ্ক মৌসুমে হাওর ও বিলের পানি শুকিয়ে আসে। লোকেরা তখন দল বেঁধে পলো ও জাল দিয়ে মাছ ধরতে নামে। মাঘের শুরুতেই বিশ্বনাথ উপজেলার বিভিন্ন বিলে ঘটা করে শুরু হয় ‘পলো বাওয়া উৎসব’। বিভিন্ন গ্রামের নারী-পুরুষ, শিশু-কিশোরের একসঙ্গে মাছ ধরার এই উৎসবের ঐতিহ্য প্রায় ২০০ বছরের। প্রতিবছরের মতো এবারও পলো হাতে গ্রামের ছোট-বড় সবাই নেমে পড়েছে মাছ ধরতে। গতকাল শনিবার বিশ্বনাথের গোয়াহারি বিলে হয়েছে এই উৎসব। পলো ও জাল নিয়ে বিলে মাছ ধরতে নেমেছে শত শত মানুষ। ছবিগুলো তুলেছেন আনিস মাহমুদ

মাছ ধরতে নামার আগে পলো নিয়ে অপেক্ষা
বিলের পাশে জাল ও পলো নিয়ে দাঁড়িয়ে-বসে গ্রামবাসী
পলো দিয়ে মাছ ধরতে এসেছেন এই প্রবীণ ব্যক্তিও
উৎসবে এসেছেন নারী, শিশু, কিশোরেরাও
মাছ ধরতে দল বেঁধে দৌড়ে বিলের পানিতে নেমে পড়া
যার যার মতো করে পলো দিয়ে চলছে মাছ শিকার
পলোতে ধরা পড়েছে মাছ
পাখির চোখে মাছ ধরার উৎসব
মাছ ধরেছেন দুই কলেজশিক্ষার্থীও
মাছ ধরার আনন্দ চোখে-মুখে