Thank you for trying Sticky AMP!!

সীমান্ত এলাকায় করোনা

করোনাভাইরাসের ভারতীয় ধরনের সংক্রমণ বাংলাদেশের সীমান্ত এলাকার জেলাগুলোয় ছড়িয়ে পড়েছে। যশোর, সাতক্ষীরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে এ পরিস্থিতি উদ্বেগজনক। সংক্রমণ ছড়িয়ে পড়া ঠেকাতে নানা বিধিনিষেধ ও লকডাউন আরোপ করছে স্থানীয় প্রশাসন। হাসপাতালগুলোয় অক্সিজেনের সংকট দেখা দিয়েছে; শয্যাসংকট তো রয়েছেই।

শয্যাসংকটের কারণে করোনায় সংক্রমিত অনেক রোগীকেই বারান্দায় চিকিৎসা দিতে হচ্ছে। আইসোলেশন ওয়ার্ড, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, যশোর
প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় দুই কিশোরকে বাড়ি ফিরে যেতে বলছে পুলিশ। দড়াটানা মোড়, যশোর
রাজশাহীতে বিভিন্ন পয়েন্টে বিনা মূল্যে করোনা পরীক্ষা করা হচ্ছে। বড় মসজিদের সামনে, সাহেববাজার, রাজশাহী
রাজশাহীতে গতকাল শুক্রবার বিকেল পাঁচটা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। লকডাউন শুরুর আগে কাঁচাবাজারে মানুষের ভিড়। মণিচত্বর মাস্টারপাড়া, সাহেববাজার, রাজশাহী
ঢাকা-রাজশাহী ট্রেন চলাচল বন্ধ। অগ্রিম টিকিটের টাকা ফেরতের অপেক্ষায় যাত্রীরা। রাজশাহী রেলস্টেশন, রাজশাহী।
করোনা পরীক্ষার ফলাফল নিতে অপেক্ষায় মানুষ। খুলনা ১০০ শয্যাবিশিষ্ট করোনা হাসপাতাল
ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত করোনা রোগী ভর্তি হচ্ছে হাসপাতালে। তাই অক্সিজেনের প্রয়োজন হচ্ছে বেশি। খুলনা ১০০ শয্যাবিশিষ্ট করোনা হাসপাতাল