Thank you for trying Sticky AMP!!

একঝলক (২৪ নভেম্বর, ২০২২)

পাহাড়ি মাল্টা বাগান থেকে সংগ্রহ করে ভালো দামের আশায় রাঙামাটি শহরে বনরূপা বাজারে বিক্রি করতে এসেছেন এক ব্যক্তি। বনরূপা, রাঙামাটি, ২৪ নভেম্বর
আমন ধান কাটার ধুম পড়েছে। কাটার পর আঁটি বেঁধে ঘরে তুলে আনছেন পাহাড়ি কিষানি। শিমুজ্জেছড়া, রাঙামাটি, ২৪ নভেম্বর
যমুনার ভাঙনের কবলে পড়েছে মানিকদাইড় চর। সেই ভাঙনকবলিত নদীর তীর দিয়ে গরু নিয়ে যাচ্ছেন এক কৃষক। মানিকদাইড় চর, সারিয়াকান্দি, বগুড়া, ২৪ নভেম্বর
নালায় মাছ ধরে বাড়ি ফিরছে কয়েক শিশু। মানিকদাইড় চর, সারিয়াকান্দি, বগুড়া, ২৪ নভেম্বর
সোনালি রঙের মাটির কলসিতে আমড়া, শর্ষে, জিরা, লেবু, তেঁতুল, দই ইত্যাদির টক-মিষ্টি পানির পসরা সাজিয়ে পানিপুরি বিক্রি করছেন বিক্রেতা। মুখরোচক এসব খাবার তরুণ-তরুণীসহ শিশুদেরও বেশ পছন্দের। শেখ রাসেল পার্ক, দেওভোগ, নারায়ণগঞ্জ, ২৪ নভেম্বর
যমুনার ভাঙনের কবলে পড়েছে দলিকাচর। এই চরে প্রায় চার বছর ধরে বসবাস করতেন ফজল হোসেন ও রেশমা তারা দম্পতি। কয়েক দিন ধরেই দলিকাচরের শতাধিক পরিবার বিভিন্ন চরাঞ্চলে আশ্রয়ে খোঁজে ছুটে চলছে। পরিবারটি আশ্রয়ের খোঁজে ঠাঁই নিয়েছে পাশের চরে। মানিকদাইড় চর, সারিয়াকান্দি, বগুড়া, ২৪ নভেম্বর
ফুটবল বিশ্বকাপে যেকোনো বড় দলের খেলা উপলক্ষে সেই দলের জার্সির চাহিদা বেড়ে যায়। ব্রাজিলের জার্সি কিনছেন এক সমর্থক। জিন্দাবাজার, সিলেট, ২৪ নভেম্বর
সিলেট নগরের বিভিন্ন এলাকায় নর্দমা নির্মাণের কাজ চলেছে। এ কারণে ভোগান্তি নিয়ে পথ চলতে হচ্ছে লোকজনকে। টিবিগেট, সিলেট, ২৪ নভেম্বর
শীত এলেই বেড়ে যায় লেপ-তোশকের চাহিদা। শীতের আগে থেকে লেপ-তোশকের কারিগরেরাও বেশ ব্যস্ত সময় পার করেন। মজুমদারী, সিলেট, ২৪ নভেম্বর
পিকআপে অতিরিক্ত মালামাল নিয়ে তার ওপর বসে ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন একদল ব্যবসায়ী। যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, পূর্ব পেন্নাই, দাউদকান্দি, কুমিল্লা, ২৪ নভেম্বর
যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কের পাশে উল্টে যায় মসলাবোঝাই একটি ট্রাক। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হন এক নারী। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, মিরসরাই, ২৪ নভেম্বর
জ্বালানি কাঠ বোঝাই করে শহরের দিকে ছুটছে বড় নৌকা। এসব নৌকায় পণ্য পরিবহন সবচেয়ে সাশ্রয়ী। গাজীপুরের শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের বানার নদে। ২৩ নভেম্বর
ধান কাটার মৌসুম চলছে। মাঠে ইঁদুর গর্ত করে পাকা ধান সঞ্চয় করে রাখে। সেই গর্ত খুঁড়ে ধান বের করছে দুই সহোদর শিশু। ধান পেয়ে ওদের আনন্দের শেষ নেই। শহরতলির সম্মানীপুর, রংপুর, ২৩ নভেম্বর
শীতের দিনে গোয়ালঘরে গরু রাখতে প্রয়োজন হয় নাড়া। গোয়ালন্দ উপজেলার দুর্গম চরাঞ্চল থেকে ঘোড়ার গাড়ি বোঝাই করে নাড়া নিয়ে আসছেন এক ব্যক্তি। চর করনেশনা, দৌলতদিয়া গোয়ালন্দ, রাজবাড়ী। ২৩ নভেম্বর
ব্যস্ত সড়কের পাশে মরা ও পচন ধরা শতাধিক শিশুগাছ (শিংশপা) ঝুঁকিপূর্ণভাবে দাঁড়িয়ে আছে। এগুলো পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। হাতিরদিয়া, কাপাসিয়া, গাজীপুর, ২৩ নভেম্বর
হাওরে পেকেছে আমন ধান। সোনালি আভা চারপাশে। সেই ধানের খেতের পাশ দিয়ে গরুর পাল নিয়ে বাড়ি ফিরছেন দুই ব্যক্তি। খাগাইল, কোম্পানীগঞ্জ, সিলেট, ২৩ নভেম্বর
তাজরীন ফ্যাশনসের অগ্নিদুর্ঘটনার ১০ বছর পূর্তিতে বিভিন্ন দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে ইন্ডাস্ট্রি অল বাংলাদেশ কাউন্সিল। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৪ নভেম্বর
তাজরীন ফ্যাশনসের অগ্নিদুর্ঘটনার ১০ বছর পূর্তিতে বিভিন্ন দাবি নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে গার্মেন্টস শ্রমিক ও শিল্পরক্ষা জাতীয় মঞ্চ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২৪ নভেম্বর