Thank you for trying Sticky AMP!!

একঝলক (২২ নভেম্বর, ২০২২)

আর্জেন্টিনা ফুটবল দলের সাফল্য কামনায় সকালে আনন্দ শোভাযাত্রা করেন দলটির সমর্থকেরা। উকিলপাড়া, বঙ্গবন্ধু সড়ক, নারায়ণগঞ্জ, ২২ নভেম্বর
সিলেট নগরের বিভিন্ন এলাকায় নর্দমা নির্মাণের কাজ করছে সিটি করপোরেশন। সড়কের একপাশে ফেলে রাখা হয়েছে নির্মাণসামগ্রী। এতে সড়ক সংকুচিত হয়ে পড়েছে। পাঠানটুলা, সিলেট, ২২ নভেম্বর
মাঠ থেকে আমন ধান কাটায় ব্যস্ত কৃষকেরা। প্রতি শতাংশ জমির ধান কেটে মজুরি পান ১০০ টাকা। নান্দাইল, কালাই, জয়পুরহাট, ২২ নভেম্বর
আমন ধান কাটার সঙ্গে মাড়াইয়ের মৌসুম চলছে। বাড়ির উঠানে মেশিনে ধান মাড়াই করছে কৃষক পরিবার। পুনট, কালাই, জয়পুরহাট, ২২ নভেম্বর
আমন ধান কাটার পর খেত খালি হয়ে গেছে। আলু রোপণের জন্য জৈব সার ছিটিয়ে জমি তৈরি করছেন কৃষক আতিকুল ইসলাম। নান্দাইল দিঘি গ্রাম, কালাই, জয়পুরহাট, ২২ নভেম্বর
উত্তরের জেলাগুলোয় শীতের আমেজ বিরাজ করছে। নিজের লালন-পালন করা ছাগলকে শীত থেকে রক্ষায় জ্যাকেট পরিয়ে দিচ্ছেন এক নারী। সেউজগাড়ী আমতলা, বগুড়া, ২২ নভেম্বর
২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে লিফলেট বিতরণকালে খুনের শিকার হন ছাত্রদলের সহসভাপতি মো. নয়ন মিয়া। এর প্রতিবাদে কুমিল্লা নগরীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। বাদুরতলা, কুমিল্লা, ২২ নভেম্বর
সারা বছরই পদ্মা নদী থেকে মাছ শিকার করে সংসার চালান ফরিদপুর সদর উপজেলার নুরুউদ্দিন শেখ। শিকারের আশায় পদ্মা নদীর পাড় দিয়ে ঘুরে বেড়াচ্ছেন তিনি। মনসুরাবাদ, ফরিদপুর, ২২ নভেম্বর
চলছে বিশ্বকাপ ফুটবল উন্মাদনা। নগরের বাদুরতলা এলাকার সিডিপ্যাথ হাসপাতাল ভবনের ওপরে ব্রাজিলের ভক্তরা ১২০টি পতাকা টাঙিয়েছেন। কুমিল্লা, ২২ নভেম্বর
ঢাকার বুড়িগঙ্গার তীরবর্তী কেরানীগঞ্জে নদীর তীর ঘেঁষে প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকাজুড়ে ডকইয়ার্ড তথা জাহাজ নির্মাণশিল্প গড়ে উঠেছে। এখানে লক্ষাধিক শ্রমিকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। কালীগঞ্জ, ২২ নভেম্বর
ধান সেদ্ধ করার জন্য বাড়ির উঠানে তাফালে ভিজিয়ে রাখছেন গৃহবধূ পলি বেগম। দোলারডাঙ্গী, নগরকান্দা, ফরিদপুর, ২২ নভেম্বর
খেজুরের রস আহরণের জন্য গাছি আয়নাল শেখ গাছে হাঁড়ি বাঁধছেন। রামনগর, নগরকান্দা, ফরিদপুর, ২২ নভেম্বর
রাজবাড়ীর পাংশা এলাকা থেকে সার্কাসের হাতি নিয়ে ফরিদপুরের বিভিন্ন এলাকায় যানবাহন থেকে চাঁদাবাজি করছেন হাতির মাহুত সাগর শেখ। হাড়োকান্দি, সদর উপজেলা, ফরিদপুর, ২২ নভেম্বর
চলতি মৌসুমের নতুন ইট এখনো তৈরি হয়নি। ভাটা থেকে পুরোনো ইট ট্রলারে করে ইটের গোলায় এসেছে নতুন দামে। সোমবার প্রতি হাজার ইটের দাম ছিল ১ হাজার ২০০ টাকা। তবে বেড়ে মঙ্গলবার ১ হাজার ৩০০ টাকা হয়েছে। এতে বিপাকে পড়েছেন ইট ব্যবসায়ী ও ইমারত নির্মাণকারীরা। জেলখানা ঘাট, খুলনা, ২২ নভেম্বর
ধান কাটার মৌসুমে ঘোড়া বা মহিষের গাড়ির চাহিদা বেশি থাকে। এ সময় দুর্গম পথ পাড়ি দিয়ে ধান বাড়িতে নিচ্ছেন চাষি। মহিপুর, গঙ্গাচড়া, রংপুর, ২২ নভেম্বর
২০০৬ সাল থেকে আর্জেন্টিনা দলের ভক্ত মেহেদী হাসান। শখ ছিল প্রিয় খেলোয়াড় মেসির শেষ বিশ্বকাপে বাড়িটি আর্জেন্টিনার পতাকার আদলে রাঙিয়ে তুলবেন। গত ২০ অক্টোবর থেকে বাড়িটি আর্জেন্টিনার পতাকার আদলে রাঙিয়ে তুলেছেন। বাড়িটি এলাকায় আর্জেন্টিনার বাড়ি হিসেবে পরিচিত লাভ করেছে। আউশগাড়া ইন্দ্রাপাড়া, জয়পুরহাট সদর, জয়পুরহাট, ২২ নভেম্বর
রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে, সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলা একাডেমি সহায়তায় সাহিত্য মেলা শুরু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে পাহাড়ি তরুণীদের নৃত্য পরিবেশনা। জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ, রাঙামাটি, ২২ নভেম্বর