Thank you for trying Sticky AMP!!

একঝলক (১৩ মার্চ ২০২৩)

জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে নন্দলালপুরে যাওয়ার প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি পাকা হলেও বোঝার উপায় নেই। মাটির স্তর জমে ধুলায় আচ্ছন্ন হয়ে থাকে সড়কটি। চরম ভোগান্তিতে পথ চলতে হচ্ছে সাধারণ মানুষদের। পেয়ারাবাগান এলাকা, ফতুল্লা, নারায়ণগঞ্জ, ১৩ মার্চ।
ভ্যানে করে সবজি বিক্রির জন্য বেরিয়েছেন বাবা রফিকুল ইসলাম। বাবার সঙ্গে যাওয়ার বায়না ধরেছে শিশু সুমাইয়া। বাবার ভ্যানে সিলেট শহরের বিভিন্ন এলাকায় ঘুরছে সে। কদমতলী এলাকা, সিলেট, ১৩ মার্চ।
ফুলপ্রেমীদের কাছে বাগানবিলাস অন্যতম পছন্দের। বসন্তের শুরু থেকে গ্রীষ্মের শেষ পর্যন্ত বাসাবাড়ির ফটকে, টবে বাগানবিলাস ফুলের দেখা মেলে। শহরের পথেও শোভা বাড়াচ্ছে এই ফুল। হুমায়ুন রশীদ চত্বর এলাকা, সিলেট, ১৩ মার্চ।
স্কুলপড়ুয়া শিক্ষার্থী ওসমান গনি ও রাবেয়া বসরী বাড়ির পাশের সড়কে সাইকেল চালাচ্ছে। ইছাপুর-কানড়া সড়ক, চারপাড়া, দাউদকান্দি, কুমিল্লা, ১৩ মার্চ।
সামনে রমজান, তাই খুলনার আশপাশের জেলা-উপজেলাগুলোর ব্যবসায়ীরা রমজানের পণ্য বড় বাজার থেকে কিনে নিতে ব্যস্ত। বাগেরহাটের ট্রলারে মোরেলগঞ্জের দোকানমালিকদের চিড়া, চিনি, খেজুর, বেসন, আলু, ছোলা ইত্যাদি খুলনার বড় বাজার থেকে তোলা হচ্ছে। নদীপথে এগুলো মোরেলগঞ্জে যাবে। বড় বাজার, খুলনা, ১৩ মার্চ।
বাঁশ–বেতের পণ্য। বিভিন্ন আকারে বোনা হয়েছে ঝুড়ি। মূলত গৃহস্থালির কাজে ব্যবহার করা হয়। মৌসুমি ফসল বহনে এ ঝুড়ির গুরুত্ব বেশ। সুরেন্দ্র কুমার চাকমা নিজ হাতে বুনে বিক্রি করেন হাটে। সাপ্তাহিক গ্রামীণ হাট, কুদুকছড়ি সদর উপজেলা, রাঙামাটি, ১৩ মার্চ।
খাবারের খোঁজে লোকালয়ে এসেছে বানরটি। সড়কের পাশে ফুটপাতে বিচরণ করছে এটি। জিন্দাবাজার এলাকা, সিলেট, ১৩ মার্চ।
মো. বজলু রহমান ১৬ শতাংশ জমিতে মরিচের চাষ করেছেন। বিক্রির জন্য সেই জমি থেকে মরিচ তুলছেন তিনি। প্রতি কেজি মরিচ বিক্রি করবেন ৮০ টাকা কেজি দরে। ভান্তী গ্রাম, বুড়িচং উপজেলা, কুমিল্লা, ১৩ মার্চ।
নতুন পাতার কচি সবুজ রঙে ভরে উঠেছে প্রকৃতি। সিংগা বাইপাস, পাবনা, ১৩ মার্চ
মাঠ থেকে শর্ষে কাটছেন কৃষান-কৃষাণী। মাড়াই করে এসব গাছ থেকে বের করা দানা থেকে তৈরি হয় তেল। বাজারে এখন প্রতি মণ শর্ষে প্রকারভেদে বিক্রি হচ্ছে ৩০০০ থেকে ৩৪০০ টাকায়। ক্ষেতুপাড়া, সাঁথিয়া, পাবনা, ১৩ মার্চ
চাকরি জাতীয়করণের দাবিতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়নের মানববন্ধন। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ১৩ মার্চ
রাজধানীর ব্যস্ততম সড়কের মাঝখানে পদচারী সেতুর সিঁড়ি থাকায় ওই সেতু পার হয়েও ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে সাধারণ মানুষকে। জসীমউদ্‌দীন এলাকা, উত্তরা, ঢাকা, ১৩ মার্চ
গোমতী নদীর দুই পাড়ের চরের মাটি অবাধে কাটছে একশ্রেণির মাটি খেকুড়া। ক্ষতবিক্ষত হচ্ছে দুই পাড়ের চর। হুমকির মুখে পড়েছে গোমতীর বাঁধ। পালপাড়া এলাকা, আদর্শ সদর উপজেলা, কুমিল্লা, ১৩ মার্চ
কুমিল্লার গোমতী নদী নাব্য হারিয়েছে। নদীর কোথাও হাঁটুপানি। কোথাও ধু ধু বালি। কোথাও জলের ক্ষীণধারা। আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় নদীর মধ্যে চর জেগেছে। ১৩ মার্চ
বিসিক উদ্যোক্তা শিল্প ও পণ্যমেলায় ওয়াটার বোটে চড়ে আনন্দ উপভোগ করছে শিশুরা। রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামসংলগ্ন মাঠ, ময়মনসিংহ, ১৩ মার্চ
মোটরসাইকেলে দুই ছেলে ও স্ত্রীসহ চার সদস্য নিয়ে গন্তব্যে রওনা হয়েছেন এই যাত্রী। তার ওপর আবার পতেঙ্গা চট্টগ্রাম সিটি আউটার রিং সড়ক বিভাজকের মাঝখানে এভাবে ঝুঁকি নিয়ে পার হচ্ছেন তিনি। চালকদের এমন ঝুঁকির কারণে প্রায় প্রতিদিন এ সড়কে ঘটছে দুর্ঘটনা। বিকেল সাড়ে চারটা, খেজুরতলা এলাকা, পতেঙ্গা, চট্টগ্রাম, ১৩ মার্চ