Thank you for trying Sticky AMP!!

একঝলক (১৮ নভেম্বর, ২০২২)

আগামীকাল শনিবার সিলেটে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ-সিলেট সড়কে দুই দিনের ধর্মঘট ডাকা হলেও আজ শুক্রবার সকাল থেকে সুনামগঞ্জ–ঢাকাসহ সব রুটেই বাস চলাচল বন্ধ রয়েছে। কদমতলী বাসস্ট্যান্ড, সিলেট, ১৮ নভেম্বর
মাড়াই করা আমন ধান ঝাড়ছেন কুলসুম বেগম। এ কাজের জন্য দৈনিক ২৫০ টাকা মজুরি পান তিনি। পল্লীমঙ্গল এলাকা, বগুড়া সদর, ১৮ নভেম্বর
সাগাটিয়া বিল থেকে পানিফল নিয়ে যাচ্ছেন দুই চাষি। স্থানীয় বাজারে বিক্রির জন্য নেওয়া হচ্ছে এ ফল। সাগাটিয়া বিল, গাবতলী, বগুড়া, ১৮ নভেম্বর
বাজারে দেশি মাল্টার চাহিদা রয়েছে। দামও তুলনামূলক কম। পাইকারি দরে প্রতি কেজি মাল্টা ১০০ টাকায় বিক্রি হচ্ছে। স্টেশন সড়ক, বগুড়া শহর, ১৮ নভেম্বর
নবান্ন উৎসবে মাছের মেলা চলছে। উথলী, শিবগঞ্জ উপজেলা, বগুড়া ১৮ নভেম্বর
মাছ ধরার কাজে ব্যবহার করা নৌকাটি পিকআপে তুলে তার ওপর বসে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক দিয়ে গন্তব্যে ফিরছেন মৎস্যজীবীরা। গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা, ১৮ নভেম্বর
হাওরপাড়ে অস্তমিত যাচ্ছে সূর্য। বেলা শেষে বাড়ি ফিরছেন দুই জেলে। হাইল হাওর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ১৭ নভেম্বর
নারী উদ্যোক্তাদের তৈরি বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন পণ্য নিয়ে তিন দিন ধরে চলছে ‘আলোর হেমন্ত মেলা-২০২২’। মেলায় বিভিন্ন স্টল ঘুরে পণ্য দেখছেন ক্রেতারা। বিজয়গাথা কমিউনিটি সেন্টার, খুলনা, ১৮ নভেম্বর
চলছে আমন ধান কাটার মৌসুম। এ সময় ঝুড়ি, কুলাসহ বাঁশ-বেতের তৈরি বিভিন্ন সামগ্রীর চাহিদা থাকে বেশি। বিক্রির জন্য এসব সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন এক ব্যবসায়ী। মিয়ারবাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা, ১৮ নভেম্বর
তিন দিন ধরে চলছে খুলনা জেলা ইজতেমা। শুক্রবার ইজতেমার দ্বিতীয় দিনে খুলনার আশপাশের জেলাগুলো থেকেও এসেছেন হাজার হাজার মুসল্লি। হ্যাচারির মোড় এলাকা, ডুমুরিয়া উপজেলা, খুলনা, ১৮ নভেম্বর
ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে চলছে ডিজিটাল উদ্ভাবনী মেলা। মেলায় নানা উদ্ভাবনী কর্ম নিয়ে স্টল সাজিয়েছেন অংশগ্রহণকারীরা। সার্কিট হাউস মাঠ, ময়মনসিংহ, ১৮ নভেম্বর
সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। এ উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঞ্চ তৈরি শেষে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় মাইক সংযোগ দেওয়া হচ্ছে। সিলেট, ১৮ নভেম্বর
ফুটবল বিশ্বকাপ উপলক্ষে তৈরি করা হচ্ছে বিভিন্ন দেশের পতাকা। শামীমবাগ, মাতুয়াইল, ১৮ নভেম্বর
বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি শিম। কৃষকদের কাছ থেকে পাইকারি দরে কেনা শিম পাঠানো হবে ঢাকায়। ব্যাপারীরা বাজার থেকে প্রতি মণ শিম কিনছেন ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৮০০ টাকায়। ভবানীপুর, ঈশ্বরদী-পাবনা মহাসড়ক, পাবনা, ১৮ নভেম্বর
ভেড়ার পাল নিয়ে বাড়ি ফিরছেন এক ব্যক্তি। রামজীবন, সদর উপজেলা, রংপুর, ১৮ নভেম্বর
সিলেট নগরের চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশের আগে অঘোষিত পরিবহন ধর্মঘটে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার উপজেলার বিএনপির নেতা-কর্মীরা নদীপথে সিলেটে আসেন। মজুমদারপাড়া খেয়াঘাট, কানিশাইল, সিলেট, ১৮ নভেম্বর
পদ্মায় মাছ ধরা পড়ছে কম। তাই জেলেরা নদী থেকে জাল তুলে মেরামত করছেন। চর দেলন্দি, দেবগ্রাম, গোয়ালন্দ, রাজবাড়ী, ১৮ নভেম্বর
মাছ ধরতে বসেছেন শৌখিন মৎস্য শিকারিরা। ছুটির দিনে বিভিন্ন এলাকায় মাছ ধরতে ছুটে বেড়ান তাঁরা। আকমলের মোড়সংলগ্ন একতার মৎস্য খামার, ডুমুরিয়া, খুলনা, ১৮ নভেম্বর