Thank you for trying Sticky AMP!!

একঝলক (২ আগস্ট ২০২২)

প্লাস্টিকের বালতির ব্যবহার বাড়লেও বাজারে এখনো টিনের বালতির চাহিদা রয়েছে। কারখানা থেকে এনে দোকানে খুচরা দরে বিক্রি করা হয় এসব বালতি। ভ্যান থেকে বালতি নামাচ্ছেন এক ব্যক্তি। তোপখানা, সিলেট, ২ আগস্ট
সাংসারিক কাজ সেরে পাটের আঁশ ছাড়াচ্ছেন নারীরা। এতে সংসারে বাড়তি আয় করছেন তাঁরা। পাটুরিয়া, ঘিওর, মানিকগঞ্জ, ২ আগস্ট
নদীপথে পণ্য পরিবহনে খরচ কম। সিলেটর সুরমা নদী হয়ে এখনো অনেকে ব্যবসায়ী নৌকায় মালামাল বহন করে। এমন কিছু পণ্য বিক্রির জন্য নামানো হচ্ছে ঘাটে। কাজীরবাজার, সিলেট, ২ আগস্ট
হাওরের সরু খালে মাছ ধরছেন জেলেরা। হাইল হাওর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ২ আগস্ট
প্লাস্টিকের ড্রামের চাহিদা রয়েছে বাসাবাড়িতে। এসব ড্রাম কেউ পানি, কেউ আবার ঘরের চাল-ডাল সংরক্ষণের কাজে ব্যবহার করেন। বিক্রির জন্য ড্রাম নিয়ে বেড়িয়েছেন ফেরিওয়ালা। শেখঘাট, সিলেট, ২ আগস্ট
মাথাভাঙ্গা নদীতে মাছের মড়ক দেখা দিয়েছে। মাছ ধরতে নারী-পুরুষ ও শিশুদের ভিড়। মালোপাড়া, চুয়াডাঙ্গা, ২ আগস্ট
রোদের তাপ ও বৃষ্টি থেকে রক্ষায় শামিয়ানা টাঙিয়ে নৌকা মেরামত করছেন এক কাঠমিস্ত্রি। কুমিরমারা গ্রাম, পিরোজপুর, ২ আগস্ট
চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের চাপায় নিহত কলেজছাত্রী মিশু রানী দেবীর বাড়িতে স্বজনদের আহাজারি। খৈয়াছড়া, মিরসরাই, ২ আগস্ট
সরকারি ব্রজ লাল (বিএল) কলেজের সামনে খুলনা-যশোর মহাসড়কে অবৈধভাবে এভাবেই দাঁড়িয়ে থাকে তিন চাকার গাড়িগুলো। সড়কটিতে চলাচলের জন্য শিক্ষার্থীসহ অন্য পথচারীদের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়। দৌলতপুর, খুলনা, ২ আগস্ট
বিসিক শিল্পনগরীতে লোডশেডিংয়ের প্রভাব পড়েছে। বারবার লোডশেডিংয়ে উৎপাদন কমেছে, বেড়েছে উৎপাদন খরচ। অতিরিক্ত খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা। বিসিক শিল্পনগরী, পাবনা, ১ আগস্ট
আজ মঙ্গলবার থেকে কম দামে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। পণ্য কিনতে দীর্ঘ সারি। বাবর রোড, অনুরাগ হোটেল, জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটের বিপরীতে। মোহাম্মদপুর, ঢাকা, ২ আগস্ট
করাতকলে নেওয়ার জন্য গাছের গুঁড়ি ছোট ট্রাকে তোলা হচ্ছে। নবগ্রাম, শিবালয়, মানিকগঞ্জ, ২ আগস্ট
ভোলায় পুলিশের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যুর প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির বিক্ষোভ সমাবেশ। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২ আগস্ট
সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু দিন দিন বেড়েই চলছে। তারপরও মানুষ সচেতন নয়। জীবনের ঝুঁকি নিয়ে হিউম্যান হলারের পাদানিতে ঝুলে ঝুলে চলাচল করেন যাত্রীরা। বেড়িবাঁধ, মোহাম্মদপুর, ঢাকা, ২ আগস্ট
মেয়র হানিফ উড়ালসড়কে দীর্ঘ যানজট থাকায় পরিবহন ছেড়ে হেঁটেই ছুটছেন সাধারণ মানুষ। কাপ্তানবাজার, ঢাকা, ২ আগস্ট
সকালের রোদে সড়কের ধারে লাল শাপলার হাসি। বর্ষায় আমাদের চারপাশের জলাশয়ে বিচিত্র রঙের শাপলা ফুলের দেখা মেলে। বনানী মোড়, চরশোলাকিয়া, কিশোরগঞ্জ, ২ আগস্ট
প্রখর রোদে হাঁপিয়ে ওঠা এক ভ্যানচালক গাছের ছায়ায় নিজের ভ্যানে ঘুমিয়ে পড়েছেন। কিনব্রিজ, সিলেট, ২ আগস্ট
সিলেট নগরের ব্যস্ততম বঙ্গবীর রোড। ভারী বৃষ্টিপাত হলেই পুরো সড়ক তলিয়ে যায়। বৃষ্টি কমলেও জলমগ্ন থাকে সড়কের বেশির ভাগ অংশ। লাউয়াই, সিলেট, ২ আগস্ট
ভোলায় বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের নেতা আবদুর রহিম পুলিশের হামলায় নিহতের প্রতিবাদে রংপুরে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত। গ্র্যান্ড হোটেল মোড়, রংপুরে, ২ আগস্ট
পদ্মায় ভ্রমণের জন্য তৈরি করা হয়েছে নতুন নৌকা। বর্ষার দিনে রোদ-বৃষ্টি থেকে বাঁচতে প্রয়োজনীয় নৌকার ছই তৈরিতে ব্যস্ত দুজন। পদ্মাঘাট, পাবনা, ২ আগস্ট
মুলা শীতের সবজি হলেও এখন চাষ হয় বারো মাসই। আগাম চাষ করে বুড়িচং উপজেলার কামারখাড়া, ভান্তীসহ বেশ কয়েকটি গ্রামের কৃষকেরা। আগাম ফলনে দাম পাওয়া যায় ভালো। গোমতী চর, ভান্তীগ্রাম, কুমিল্লা, ২ আগস্ট
চরাঞ্চলে পাটের আবাদ বেশি হয়। সেখান থেকে পাইকারিতে পাট কিনে ভ্যানে করে নিয়ে যাচ্ছেন ব্যবসায়ী। কুটামহিন গ্রাম, গাবতলী, বগুড়া, ২ আগস্ট
শুষ্ক মৌসুমে প্রায় আট মাস ধরে মহিষের পালগুলোকে চরাঞ্চলে বাথান করে লালনপালন করেন হাসোখালী গ্রামের নিষ্ঠ ঘোষ। এখন বর্ষা আসায় মহিষের পাল চরান শুকনা মাঠে। সরু গ্রাম, ধুনট, বগুড়া, ২ আগস্ট
গণসংহতি আন্দোলন আয়োজিত ‘ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক প্রস্তাব’ শীর্ষক মতবিনিময় সভা। জাতীয় প্রেসক্লাব, ঢাকা, ২ আগস্ট