Thank you for trying Sticky AMP!!

একঝলক (৮ এপ্রিল ২০২৪)

ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছে খুলনার সাধারণ নারী, পুরুষ, শিশু। ডাকবাংলা এলাকা, খুলনা , ৮ এপ্রিল
ঈদে নতুন জামার সঙ্গে মিলিয়ে অনেকেই টুপি কেনেন। বিক্রির জন্য টুপির পসরা সাজাচ্ছেন এক ব্যবসায়ী।  বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ এলাকা, বগুড়া, ৮ এপ্রিল
ঈদের আগে আগামীকাল মঙ্গলবার ব্যাংকের শেষ কর্মদিবস হলেও আজ ছিল টাকা লেনদেন করতে আসা মানুষের উপচে পড়া ভিড়। ঝিলটুলী এলাকায় সোনালী ব্যাংক প্রধান কার্যালয়, ফরিদপুর, ৮ এপ্রিল
বগুড়ায় সূত্রাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। শেষ মুহূর্তে ঈদগাহ ময়দানের প্রস্তুতি চলছে। সূত্রাপুর এলাকা, বগুড়া, ৮ এপ্রিল
৬০০ টাকা কেজি দরে গরুর মাংস কিনছেন নিম্ন আয়ের মানুষেরা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসন এ কার্যক্রমের আয়োজন করেছে। জেলা প্রশাসকের কার্যালয় চত্বর এলাকা, ফরিদপুর, ৮ এপ্রিল
ঈদের আর মাত্র দুই দিন বাকি। শেষ সময়ে এখন পাঞ্জাবি কিনতে ব্যস্ত পুরুষেরা। আ. সাত্তার বিশ্বাস মার্কেট, পাবনা, ৮ এপ্রিল
টিন দিয়ে নৌকা বানিয়ে তার ওপর বসে পদ্মা নদীতে মাছ ধরছেন পেশাদার এক জেলে। সাহা বিশ্বাসের ডাঙ্গী এলাকা, ডিগ্রিচর, ফরিদপুর, ৮ এপ্রিল
সড়কের চারপাশ ধুলায় আচ্ছন্ন। এতে ভোগান্তিতে পড়েছে পথচারীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, সাইনবোর্ড এলাকা, নারায়ণগঞ্জ, ৮ এপ্রিল
ঈদ ও পয়লা বৈশাখ উপলক্ষে মেহেদি বিক্রি করতে বসেছেন এই ব্যক্তি। নবাবগঞ্জ বাজারের প্রধান ফটকের সামনে, রংপুর, ৮ এপ্রিল
ঈদ উৎসবকে আরও আনন্দমুখর করতে চলছে মেহেদি উৎসব। বটতলা, বরিশাল, ৮ এপ্রিল
রংপুর নগরের কেন্দ্রীয় কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি চলছে। রাধাবল্লভ এলাকা, রংপুর, ৮ এপ্রিল
রোদ আর গরমে হাঁপিয়ে উঠেছেন রিকশাচালক। সড়কের পাশে রিকশা থামিয়ে জিরিয়ে নিচ্ছেন। চৌহাট্টা এলাকা, সিলেট, ৮ এপ্রিল
বিজু উপলক্ষে চাকমা সংস্কৃতির নিয়মনীতি (রিদি সুদম) সংগঠনের আয়োজনে দিনব্যাপী গ্রামীণ খেলাধুলার মধ্যে ঘিলা খেলায় অর্ধশত নারী ও তরুণী অংশ নেন। রাজ কার্যালয় প্রাঙ্গণ, রাঙামাটি, ৮ এপ্রিল
আকাশে মেঘের আনাগোনা। তাই তড়িঘড়ি করে ইট পোড়াতে চুল্লিতে নিচ্ছেন শ্রমিকেরা। সাহবাজপুর এলাকা, রংপুর, ৮ এপ্রিল
ঈদের শেষ মুহূর্তের কেনাকাটার জন্য নগরের প্রধান বাণিজ্যিক বিপণিবিতানগুলোর সামনে উপচে পড়া ভিড়। যানজট নিরসনের জন্য বিপণিবিতানের সামনের সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মনোহরপুর এলাকা, কুমিল্লা, ৮ এপ্রিল
সকালে ফাঁকা সড়কে খেলনা গাড়িতে চড়ে দুষ্টুমিতে মেতেছে শিশুরা। খারুভাঁজ এলাকা, রংপুর, ৮ এপ্রিল
ঈদের আনন্দ ভাগাভাগি করতে পণ্যবাহী ট্রাকের ছাদে ঝুঁকি নিয়ে যাত্রা করছেন মানুষ। বগুড়া-ঢাকা মহাসড়ক, বেতগাড়ি-লিচুতলা এলাকা, শাজাহানপুর, ৮ এপ্রিল
ঈদ উপলক্ষে বেশ বিক্রি হচ্ছে পাবনার জনপ্রিয় হোটেল আরমানিয়ার লাচ্ছা সেমাই। শহীদ মার্কেট, রূপকথা সড়ক, পাবনা, ৮ এপ্রিল
রুমা ও থানচি এলাকায় ব্যাংকে ডাকাতির ঘটনার পর থমথমে অবস্থা বিরাজ করছে পুরো বান্দরবানে। পর্যটনকেন্দ্রগুলোতে বিরাজ করছে সুনসান নীরবতা। রুমা, বান্দরবান, ৮ এপ্রিল
সমুদ্রপথে রাশিয়া থেকে এসেছে খাদ্য অধিদপ্তরের গম। কার্গো জাহাজ থেকে  গম সরকারি গোডাউনে নিতে ট্রাকে ওঠাচ্ছেন শ্রমিকেরা। ৫ নম্বর ঘাট, খুলনা, ৮ এপ্রিল
ঈদ ও পয়লা বৈশাখের লম্বা ছুটিতে দেশ। অনেকেই এই ছুটিতে বাড়ি ফিরছেন। বাসের অপেক্ষায় মা ও শিশু ক্লান্ত হয়ে বসে আছে। নগরের জেলা কারাগারের সামনে, রংপুর, ৮ এপ্রিল
ঈদযাত্রায় মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট এলাকায় ঘরমুখী যাত্রীদের চাপ বেড়েছে। পাটুরিয়া ঘাট এলাকা, মানিকগঞ্জ, ৮ এপ্রিল