Thank you for trying Sticky AMP!!

একঝলক (১৩ এপ্রিল ২০২৪)

চৈত্রসংক্রান্তি উপলক্ষে চড়কপূজায় পিঠে বড়শি বিঁধিয়ে রশিতে ঝুলিয়ে ‘কৃষ্ণ রাজবংশীকে’ ঘোরানো হচ্ছে। মির্জাপুর, টাঙ্গাইল, ১৩ এপ্রিল
প্রখর রোদে বৈশাখের বার্তা নিয়ে ফুটতে শুরু করেছে কৃষ্ণচূড়া ফুল। কদিন বাদেই সবুজ গাছ ভরে উঠবে রক্তলাল এই ফুলে। সরকারি এডওয়ার্ড কলেজ গেট, পাবনা, ১৩ এপ্রিল
চৈত্রসংক্রান্তিতে চড়কপূজা উপলক্ষে আয়োজিত মেলায় খেলনা দেখছে এক শিশু। জুড়ী, মৌলভীবাজার, ১৩ এপ্রিল
রাত পেরোলেই পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন। এই উৎসবকে রঙিন করতে সারা দেশেই চলছে নানা আয়োজন। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে দেশের অন্যতম বৈশাখী উৎসব আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। নিরাপত্তাকর্মীদের কাজ বুঝিয়ে দেওয়া হচ্ছে। সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ, পাবনা, ১৩ এপ্রিল
আবহমান বাংলার সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরার লক্ষ্যে ও বিশ্ব রেকর্ড হিসেবে গিনেস বুকে ঠাঁই করে নিতে বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকা হচ্ছে কিশোরগঞ্জের হাওরের অলওয়েদার সড়কে। মিঠামইন, কিশোরগঞ্জ, ১৩ এপ্রিল
চৈত্রসংক্রান্তিতে সনাতন ধর্মাবলম্বীদের চড়কপূজা। সীতাকুণ্ডের মগপুকুর এলাকায়, চট্টগ্রাম, ১৩ এপ্রিল
চৈত্রসংক্রান্তিতে সনাতন ধর্মাবলম্বীরা আয়োজন করেন চড়কপূজার। দূরদূরান্ত থেকে বিভিন্ন গ্রামে থেকে ভক্তরা আসেন এই পূজা দেখতে। পূজার বিভিন্ন আচার-আনুষ্ঠানিকতা শেষে চড়কে ঘোরেন সন্ন্যাসীরা। সিংজোড়া, দাকোপ, খুলনা, ১৩ এপ্রিল। ছবি: সাদ্দাম হোসেন
ঈদে অনেকের ছুটি হলেও হীরক মণ্ডলের ছুটি নেই। ২৫টি মহিষের খাবারের সংস্থানে সেগুলো নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরছেন তিনি। স্কুলপাড়া, ঈশ্বরদী, পাবনা, ১৩ এপ্রিল
ঈদের ছুটিতে ঘুরতে আসা পর্যটকদের কাছে লাউয়াছড়া জাতীয় উদ্যান অন্যতম আকর্ষণীয় স্থান। লাউয়াছড়ার ভেতর দিয়ে বয়ে চলা রেললাইনে দাঁড়িয়ে ছবি তুলতে ভোলেন না পর্যটকেরা। লাউয়াছড়া, মৌলভীবাজার, ১৩ এপ্রিল
শিকারের অপেক্ষায় শজনেগাছের ডালে বসে আছে টুনটুনি পাখি। প্রতাপপুর গ্রাম, কাহালু উপজেলা, বগুড়া, ১৩ এপ্রিল
ঈদের তৃতীয় দিনে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আশুড়ার বিলে ‘শেখ ফজিলাতুন্নেছা মুজিব কাঠের সেতু’ দেখতে ভিড় করেন অনেকে। নবাবগঞ্জ, দিনাজপুর, ১৩ এপ্রিল
ঈদের ছুটিতে বিভিন্ন এলাকায় বিয়েসহ নানা সামাজিক অনুষ্ঠান থাকে। তার ওপর যোগ হয়েছে পয়লা বৈশাখ। তাই বিপণিবিতানগুলোতে কেনাকাটার ধুম পড়েছে। দোকানে শাড়ি কাপড় পছন্দ করছেন ক্রেতারা। চকবাজার এলাকা, ফরিদপুর, ১৩ এপ্রিল
বাংলা বর্ষবরণের শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সম্মিলিত সাংস্কৃতিক জোটের কর্মীরা। টাউন হল চত্বর, রংপুর। ১৩ এপ্রিল
আগামীকাল পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার নানা অনুষঙ্গ তৈরি শেষে সাজিয়ে রাখছেন ‘চারুকলা বরিশাল’ সংগঠনের সদস্যরা। সিটি কলেজ প্রাঙ্গণ, বরিশাল নগর, ১৩ এপ্রিল
বাড়ির উঠানে বসে টমটম গাড়ি তৈরি করছেন ছানোয়ার হোসেন। গাড়িগুলো বৈশাখী মেলায় বিক্রি করবেন তিনি। দুপচাঁচিয়া, বগুড়া, ১৩ এপ্রিল
চরের খেত থেকে পাকা তরমুজ তুলে ট্রাকে ওঠাচ্ছেন কৃষক-শ্রমিকেরা। কাজীরতালুক চর, মিরসরাই, ১৩ এপ্রিল
আগামীকাল পয়লা বৈশাখ। মেলায় বিক্রি করার জন্য মাটির তৈরি সামগ্রী রং করছেন তুলসী রানী পাল। রামপুর, মুরাদনগর, কুমিল্লা, ১৩ এপ্রিল
চৈত্রের বিদায়ের দিনে রোদ ও গরমের দাপট একটু বেশি রাজধানীতে। সড়কে অনেকেই রোদ থেকে বাঁচতে ব্যবহার করছেন ছাতা। কারওয়ান বাজার, ১৩ এপ্রিল
আগামীকাল পয়লা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার নানা অনুষঙ্গ তৈরি শেষে সাজিয়ে রেখেছেন চারুকলার শিক্ষার্থীরা। সিটি কলেজ, বরিশাল, ১৩ এপ্রিল