Thank you for trying Sticky AMP!!

একঝলক (২২ এপ্রিল, ২০২৪)

ফুলে ফুলে ছেয়ে গেছে রাস্তার ধারের কৃষ্ণচূড়াগাছটি। পাশ দিয়ে প্রতিনিয়ত চলাচলকারী যানবাহনের যাত্রী এবং পথচারীরা সে সৌন্দর্য উপভোগ করছেন। কেউটিল কৃষ্ণতলা এলাকা, গোয়ালন্দ, রাজবাড়ী, ২২ এপ্রিল
বিক্রির জন্য ভ্যানে করে ডাব নিয়ে দাঁড়িয়ে আছেন বিক্রেতা। খোজারখলা এলাকা, সিলেট ২২ এপ্রিল
বাড়ির উঠানে বাদাম শুকিয়ে নিচ্ছেন এক গৃহিণী। শিমুলতাইড় চর, সারিয়াকান্দি, বগুড়া, ২২ এপ্রিল
পাইকারি বাজারে বিক্রির জন্য কাভার্ড ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছে রসুন। কদমতলী এলাকা, সিলেট, ২২ এপ্রিল
সিলেটের সুরমা নদীতে নৌকা নিয়ে মাছ শিকারের চেষ্টায় মৎস্যজীবী। মাছিমপুর এলাকা, সিলেট, ২২ এপ্রিল
প্রখর রোদ ও দাবদাহের মধ্যে ছাতা মাথায় দিয়ে যমুনা নদীতে মাছ শিকারের জন্য ছুটে চলেছেন এক ব্যক্তি। বেনীপুর চর, সারিয়াকান্দি, বগুড়া,২২ এপ্রিল
নদীর তীরে শিশুকে সঙ্গে নিয়ে শাক তুলছেন মা। সংগ্রহ করা শাক বালতিতে রাখা হচ্ছে। মেন্দিবাগ এলাকা, সিলেট, ২২ এপ্রিল
এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়কে কাজ চলছে। ওই পথে যানবাহন চলাচলের সময় প্রচুর ধুলাবালু উড়তে দেখা যায়। বনানী এলাকা, বগুড়া, ২২ এপ্রিল
আদা চাষের জন্য জমির উর্বরতা শক্তি বাড়াতে মাটিতে সার মিশিয়ে দিচ্ছেন চাষি। লাহিড়ীপাড়া গ্রাম, বগুড়া, ২২ এপ্রিল
তপ্ত দুপুরের রোদে হাল চাষ করে ক্লান্ত চাষি বাড়ি ফিরছেন। বালাচড়া এলাকা, রংপুর, ২২ এপ্রিল
ফেরিওয়ালার কাছে শাড়ি দেখছেন গ্রামের নারীরা। লাহিড়ীহাট এলাকা, রংপুর, ২২ এপ্রিল
মাটির পাত্র তৈরির পর রোদে শুকানো হচ্ছে। দক্ষিণ মমিনপুর এলাকা, রংপুর, ২২ এপ্রিল
বর্ষা মৌসুম আসার আগে যাত্রী পারাপারে ব্যবহৃত নৌকাগুলো মেরামত করে নিচ্ছেন মাঝিরা। বন্দর ঘাট এলাকা, নারায়ণগঞ্জ, ২২ এপ্রিল
তীব্র রোদ আর গরমের মধ্যে সাইকেল চালিয়ে কাজে যোগ দিতে যাচ্ছেন নির্মাণশ্রমিকেরা। কামদেবপুর এলাকা, রংপুর, ২২ এপ্রিল
গরমে সহজে বহনযোগ্য এমন ছোট চার্জার ফ্যানের কদর বেশি। গৌরাঙ্গ বাজার এলাকা, কিশোরগঞ্জ, ২২ এপ্রিল
পানিতে গা ভেজাতে নেমেছে দুটি পাখি। শ্রীপুর, গাজীপুর, ২২ এপ্রিল
প্রচণ্ড গরমে বেশি কষ্ট পাচ্ছেন বাইরে কাজ করতে বের হওয়া মানুষেরা। গগনবাবু সড়ক, খুলনা, ২২ এপ্রিল
দাবদাহে বাঙ্গিখেত পুড়ে যাওয়ার আশঙ্কায় টিনে করে পানি এনে সেচ দিচ্ছেন এক কৃষক। দেবীনগর এলাকা, রামনগর, নগরকান্দা, ফরিদপুর, ২২ এপ্রিল
অসহনীয় গরমে মানুষের পাশাপাশি হাঁসফাঁস করছে প্রাণিকুল। প্রচণ্ড গরম থেকে স্বস্তি দিতে চিড়িয়াখানায় হাতিকে পাইপ দিয়ে পানি ছিটিয়ে দেওয়া হচ্ছে। জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ২২ এপ্রিল
সকালে তাপমাত্রা কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে অসহনীয় গরম। গরমে কাহিল হয়ে চা-বাগানের জলাশয়ের পানিতে শীতল হতে গা ডুবিয়ে বসে আছে কুকুরটি। মালনীছড়া চা-বাগান এলাকা, সিলেট, ২২ এপ্রিল
তিলখেতে আগাছা পরিষ্কার করছেন এক কৃষক। দেবীনগর এলাকা, রামনগর, নগরকান্দা, ফরিদপুর, ২২ এপ্রিল
জীবিকার তাগিদে রোদ-গরম উপেক্ষা করে ইট ভাঙার কাজ করছেন এই দিনমজুর। মেটে সড়ক, গোপালপুর, পাবনা, ২২ এপ্রিল
অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে কাজে বের হওয়া মানুষদের বেশ কষ্ট পেতে হচ্ছে। গাছপাড়া, পাবনা, ২২ এপ্রিল
দেশে চলমান দাবদাহে বিপাকে পড়েছেন খামারিরা। একদিকে যেমন হিটস্ট্রোকে মারা যাচ্ছে মুরগি, অন্যদিকে ডিমের উৎপাদন কমে যাচ্ছে। তাই ডিমের দাম কিছুটা বেড়েছে। খামার থেকে আড়তে নেওয়ার জন্য ভ্যানে তোলা হচ্ছে ডিম। মালিগাছা, পাবনা, ২২ এপ্রিল
তালগাছ থেকে রস পেড়ে স্থানীয় বাজারে বিক্রি করতে যাচ্ছেন গাছি জালাল শেখ। প্রতি গ্লাস রস ১০ টাকা দরে বিক্রি করবেন তিনি। কেশবনগর এলাকা, গেরদা, ফরিদপুর, ২২ এপ্রিল
সকালে বাড়ির গাভির দুধ নিয়ে বিক্রি করতে জড়ো হয়েছেন গৃহকর্তা। প্রতি লিটার দুধ ৬০ টাকা দরে বিক্রি করছেন তাঁরা। বাখুন্ডা এলাকা, গেরদা, ফরিদপুর, ২২ এপ্রিল
প্রচণ্ড গরমে খেত থেকে মিষ্টিকুমড়া কেটে বাজারে নিয়ে যাচ্ছেন এক কৃষক। কামরখাড়া এলাকা, বুড়িচং, কুমিল্লা, ২২ এপ্রিল
শিমুলগাছের ফল ফেটে বের হচ্ছে তুলা। পালপাড়া এলাকা, কুমিল্লা, ২২ এপ্রিল
হাওরে চলছে বোরো ধান ঘরে তোলা। সকাল-সন্ধ্যা ধান কাটা-মাড়াই নিয়ে ব্যস্ত হাওরপাড়ের কিষান-কিষানিরা। কাটা-মাড়াই শেষে হাওরের এক পাশে অস্থায়ী চুলায় ধান সেদ্ধ করছেন এক কিষানি। উফতার হাওর, বাইশটিলা, সিলেট, ২২ এপ্রিল
বৈশাখের শুরু থেকে হাওরে বোরো ধান কাটা-মাড়াই চলছে। হাওরপাড়ে এখন বোরো ধান ঘরে তোলার উৎসব। বাড়ির পাশের খলায় ধান রোদে শুকাচ্ছেন এক কিষানি। পিঠাকরা গ্রাম, সিলেট, ২২ এপ্রিল
কীটপতঙ্গ শিকারের অপেক্ষায় দোয়েল। কানড়া গ্রাম, কাহালু, বগুড়া, ২২ এপ্রিল
প্রখর রোদ আর দাবদাহে অতিষ্ঠ জনজীবন। এমন দাবদাহের মধ্যে সান্তাহার-লালমনিরহাট রেলপথের লাইনে কাজ করছেন শ্রমিকেরা। সান্তাহার-লালমনিরহাট রেলপথের কানড়া এলাকা, কাহালু, বগুড়া, ২২ এপ্রিল
গরমে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় ধান কাটা-মাড়াইয়ের পর রোদে শুকিয়ে বস্তায় ভরে ঘরে তোলার কাজ করছেন পাহাড়ি কৃষান-কৃষানিরা। কুতুকছড়ি গ্রাম, রাঙামাটি, ২২ এপ্রিল