Thank you for trying Sticky AMP!!

একঝলক (২৬ নভেম্বর, ২০২২)

রাঙামাটিতে কমলার ভালো ফলন হয়েছে। সুস্বাদু এসব কমলা প্রতি কেজি ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। বাগানির কাছ থেকে কেনার পর বিক্রির জন্য পসরা সাজিয়ে রাখছেন এক পাইকার। বনরূপা, রাঙামাটি, ২৬ নভেম্বর
নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ বিভিন্ন দাবি নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। ফজলুল হক অ্যাভিনিউ, বরিশাল, ২৬ নভেম্বর
নদীতে পানি কমে গেছে। চতুর্থবারের মতো স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে নদীতে শুরু হয়েছে ‘পলো বাওয়া’ উৎসব। এতে শত শত লোক অংশ নেন। পলোতে ধরা পড়ে বোয়াল, আইড়সহ নানা প্রজাতির মাছ। কণ্ঠিনালা নদী, জুড়ী, মৌলভীবাজার, ২৬ নভেম্বর
নাব্যতা হারিয়ে পলি জমে প্রায় শুকিয়ে যাওয়ার উপক্রম শোলমারী নদী। ভাটায় থাকা অল্প পানিতে মাছ ধরতে নেমেছেন স্থানীয় লোক। বটিয়াঘাটা, খুলনা, ২৬ নভেম্বর
উত্তরের জেলা পঞ্চগড়ে চলছে আমন ধান কাটার মৌসুম। ভরা মৌসুমে ধান কাটতে সময় ও খরচ বাঁচাতে কৃষকেরা ব্যবহার করছেন প্রযুক্তি। ডুডুমারী, পঞ্চগড়, ২৫ নভেম্বর
শীত পড়তে শুরু করেছে। শীতের পোশাক কেনাকাটাও বেড়েছে। ফুটপাতের দোকানগুলোয় এখনই শীতের পোশাক কেনার উপচে পড়া ভিড়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, মাওনা চৌরাস্তা, শ্রীপুর, গাজীপুর, ২৫ নভেম্বর
তালগাছের তৈরি নৌকা। এক পাশ দিয়ে পানি উঠে যাচ্ছে। কাদা দিয়ে ওই পাশ আটকে রেখে বিলে মাছ ধরতে যাচ্ছেন হেলাল উদ্দীন। চাঁপাইগাছি বিল, মাজপাড়া, কুষ্টিয়া, ২৫ নভেম্বর
পাবনার গণমঞ্চ নাট্য সম্প্রদায়ের পরিবেশনায় মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত নাটক ‘ইনফরমার’-এর নবম মঞ্চায়ন করা হয় বনমালী শিল্পকলা কেন্দ্র মিলনায়তনে। পাবনা, ২৫ নভেম্বর
মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে সমাবেশস্থলে নেতা-কর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা, ২৬ নভেম্বর
কৃষকের কাছ থেকে ফুলকপি কিনে প্যাকেটজাত করছেন ব্যবসায়ী এনতাজ আলী। কপিগুলো দেশের বিভিন্ন বাজারে বিক্রির জন্য পাঠানো হবে। নওহাটা মথুয়া, পবা, রাজশাহী, ২৬ নভেম্বর
গ্রামে ঘরে ঘরে উঠছে নতুন ধান। বাড়ির আঙিনায় ধান সেদ্ধ করছেন এক গৃহিণী। বাগধানি, পবা, রাজশাহী, ২৬ নভেম্বর