Thank you for trying Sticky AMP!!

ইতালিতে ভেঙে পড়ল সেতু

ইতালির উত্তরাঞ্চলীয় বন্দর শহর জেনোয়ায় গতকাল মঙ্গলবার বিকট শব্দ করে ‘মরান্ডি ব্রিজ’ নামের ওই সেতুর একাংশ ধসে পড়ে। এতে নিহত হয় অন্তত ৩০ জন। জেনোয়া, ইতালি, ১৫ আগস্ট। ছবি: রয়টার্স
সেতু ভাঙনের কবল থেকে সৌভাগ্যক্রমে রক্ষা পায় এই গাড়িটি। জেনোয়া, ইতালি, ১৫ আগস্ট। ছবি: রয়টার্স
প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে দমকল কর্তৃপক্ষ জানায়, ধসে পড়ার সময় সেতুর ওপর ৩০ থেকে ৩৫টি গাড়ি এবং তিনটি ভারী যানবাহন ছিল। সেতুটি নিচে থাকা একটি রেললাইনের ওপর ভেঙে পড়ে। জেনোয়া, ইতালি, ১৫ আগস্ট। ছবি: রয়টার্স
সেতুটির ভেঙে পড়া অংশের দৈর্ঘ্য ছিল প্রায় ১২ মিটার। ১৯৬০ সালে এই সেতু নির্মিত হয়। স্থানীয় বন্দরের সঙ্গে পণ্য পরিবহনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। জেনোয়া, ইতালি, ১৫ আগস্ট। ছবি: রয়টার্স
সারা দেশের প্রায় ৩০০ দমকলকর্মী উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। সেতুর অন্য অংশ ধসে পড়ার আশঙ্কায় হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। জেনোয়া, ইতালি, ১৫ আগস্ট। ছবি: রয়টার্স
বিশাল বিশাল কংক্রিটের স্লাব দুটি গুদাম, ট্রেন লাইন ও একটি নদী খাতের ওপর ধসে পড়েছে। জেনোয়া, ইতালি, ১৫ আগস্ট। ছবি: রয়টার্স
প্রধানমন্ত্রী জুজেপ্পে কনদে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানিয়েছেন দেশের সমস্ত স্থাপনার নিরাপত্তা পরীক্ষা করে দেখা হবে। জেনোয়া, ইতালি, ১৫ আগস্ট। ছবি: রয়টার্স