Thank you for trying Sticky AMP!!

এ অশ্রু শোকের

ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার একটি উড়োজাহাজ কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়েছে গতকাল সোমবার। দুর্ঘটনায় ৫০ জন নিহত হন। মরদেহ রাখা হয়েছে নেপালের টিচিং হাসপাতালের মর্গে। মর্গের বাইরে নিহত ব্যক্তির স্বজনের আহাজারি। কাঠমান্ডু, নেপাল, ১৩ মার্চ। ছবি: এএফপি
দুর্ঘটনায় অনেক সংসার তছনছ হয়ে গেছে। টিচিং হাসপাতাল, কাঠমান্ডু, নেপাল, ১৩ মার্চ। ছবি: এএফপি
নিহত ব্যক্তিদের স্বজনদের কান্না থামছেই না। টিচিং হাসপাতাল, কাঠমান্ডু, নেপাল, ১৩ মার্চ। ছবি: এএফপি
প্রিয়জনেরা এখন কেবলই ছবি। নিহত স্বজনদের ছবি নিয়ে মর্গের সামনে ভিড় করছেন অনেকে। টিচিং হাসপাতাল, কাঠমান্ডু, নেপাল, ১৩ মার্চ। ছবি: এএফপি
স্বজনের আকস্মিক চলে যাওয়ায় বাকরুদ্ধ একজন। টিচিং হাসপাতাল, কাঠমান্ডু, নেপাল, ১৩ মার্চ। ছবি: এএফপি
বারবার ভিজে যায় চোখ। টিচিং হাসপাতাল, কাঠমান্ডু, নেপাল, ১৩ মার্চ। ছবি: এএফপি
বাবার খোঁজ নিতে ইউএস-বাংলার কার্যালয়ে শাওন। বারিধারা, ঢাকা, ১২ মার্চ। ছবি: শুভ্র কান্তি দাশ
রানওয়ের পাশে উড়োজাহাজের ধ্বংসস্তূপ। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর, নেপাল, ১৩ মার্চ। ছবি: এএফপি
বিধ্বস্ত উড়োজাহাজের একাংশ। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর, নেপাল, ১২ মার্চ। ছবি: রয়টার্স
উড়োজাহাজের ধ্বংসস্তূপের পাশে পড়ে থাকা একটি মোবাইলফোন। ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর, নেপাল, ১২ মার্চ। ছবি: রয়টার্স