Thank you for trying Sticky AMP!!

ওয়াশিংটনজুড়ে নজরদারি

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয় দফায় অভিশংসন করা হয়েছে। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেকও সামনে। ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে ট্রাম্প সমর্থকদের হামলার রেশ এখনো রয়েছে। থেমে নেই ট্রাম্পের হুমকিও। এই পরিস্থিতিতে আবার সহিংসতার আশঙ্কায় ওয়াশিংটনজুড়ে নিরাপত্তা জোরদার হয়েছে। এএফপি ও রয়টার্সের ছবিতে দেখা যাক ন্যাশনাল গার্ডের তৎপরতা।
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক সামনে। তাই ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে পার্লামেন্ট ভবন ক্যাপিটলের ভেতরে ন্যাশনাল গার্ডদের কড়া নজরদারি। ১৪ জানুয়ারি।
ডার্কসেন সিনেট কার্যালয় ভবনে ন্যাশনাল গার্ডের সদস্যরা। ১৪ জানুয়ারি।
ডার্কসেন সিনেট কার্যালয় ভবনে ন্যাশনাল গার্ডের সদস্যদের উপস্থিতি চোখে পড়ার মতো। ১৪ জানুয়ারি।
যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে ন্যাশনাল গার্ডের সদস্যদের নজরদারি। ১৪ জানুয়ারি।
হোয়াইট হাউসের কাছে ডাউনটাউন এলাকায় পৌঁছে গেছেন ন্যাশনাল গার্ডের সদস্যরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয়বার অভিশংসনের পরে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ক্যাপিটলে ন্যাশনাল গার্ডের সদস্য বাড়ানো হয়েছে।
ক্যাপিটলের বাইরে ন্যাশনাল গার্ডের সদস্যদের সঙ্গে কথা বলছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।
ওয়াশিংটন ডিসিতে ২০ হাজারের বেশি ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। চলছে তাঁদের টহল।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বার অভিশংসনের পরে ক্যাপিটলের চারপাশে আট ফুট উঁচু কাঁটাতারের বেড়া। সেখানেও নজরদারি চলছে ন্যাশনাল গার্ডের সদস্যদের।