Thank you for trying Sticky AMP!!

নতুন চান্দ্রবর্ষ উদ্যাপন

শুরু হয়েছে চীনা নতুন চান্দ্রবর্ষ। এ উপলক্ষে হেবেই প্রদেশ থেকে আসা ১২ বছরের এক কিশোরী সিংহনৃত্য পরিবেশনের জন্য অপেক্ষা করছে। নতুন বছরের দ্বিতীয় দিনে লংট্যান পার্কে এই বসন্ত উৎসব উপাসনালয় মেলা চলছিল। বেইজিং, চীন, ১৭ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
চীনা নারীদের ঐতিহ্যবাহী পোশাকে সেজেছেন লাইয়োনিং প্রদেশ থেকে আসা এক পুরুষ লোকশিল্পী। নতুন বছরের দ্বিতীয় দিনে লংট্যান পার্কে এই বসন্ত উৎসব উপাসনালয় মেলা চলছিল। বেইজিং, চীন, ১৭ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
চীনা নতুন চান্দ্রবর্ষ উদ্‌যাপনে দর্শকদের সামনে নৃত্য পরিবেশন। সিডনি, অস্ট্রেলিয়া, ১৬ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
সিংহনৃত্যশিল্পীর সঙ্গে এক ব্যবসায়ী নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করছেন। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১৬ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
নতুন চান্দ্রবর্ষ উপলক্ষে ম্যানহাটনে চায়না টাউনে আয়োজিত অনুষ্ঠানে এক চীনা নৃত্যশিল্পী। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ১৬ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
হংকংয়েও পালিত হচ্ছে নববর্ষ। বর্ষ উদ্‌যাপনে আয়োজিত প্যারেডে একদল চীনা তরুণী নৃত্য পরিবেশন করছে। হংকং, চীন, ১৬ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
অন্যান্য দেশের মতো ফিলিপাইনেও পালিত হচ্ছে চীনা নতুন চান্দ্রবর্ষ। এক ‘আগুনখেকো’ নারীর চোখধাঁধানো পরিবেশনা। ম্যানিলা, ফিলিপাইন, ১৬ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স
নানা আয়োজনের মধ্য দিয়ে সারা বিশ্বে চীনারা নতুন চান্দ্রবর্ষ পালন করছে। বরফের ভাস্কর্যের সঙ্গে স্বামীর ছবি তুলছেন এক নারী। পিয়ংচেং, দক্ষিণ কোরিয়া, ১৬ ফেব্রুয়ারি। ছবি: রয়টার্স