Thank you for trying Sticky AMP!!

রাজহাঁসের ব্যালে নাচ

নাচের প্রকারের দিক থেকে ব্যালে নাচ অন্যতম। সুরের তালে তালে এই নাচ পরিবেশিত হয়। ব্যালে নাচে পায়ের ব্যবহার খুবই সুচারুভাবে করতে হয়। সাংহাই ব্যালে পারফর্ম সম্প্রতি জার্মানিতে শুরু করেছে ব্যালে নাচের প্রদর্শনী। বার্লিন, জার্মানি, ২৯ নভেম্বর। ছবি: রয়টার্স
সাংহাই ব্যালে পারফর্ম পরিবেশন করছে সোয়ান লেক। এই পরিবেশনার নাম দেওয়া হয়েছে ‘গ্রেটেস্ট সোয়ান লেক ইন দ্য ওয়ার্ল্ড’। বার্লিন, জার্মানি, ২৯ নভেম্বর। ছবি: রয়টার্স
সাধারণত এই বিশেষ পরিবেশনায় রাজহাঁসের আদল নেন নৃত্যশিল্পীরা। প্রথাগতভাবে পরিবেশনায় থাকে ১৬টি রাজহাঁস। বার্লিন, জার্মানি, ২৯ নভেম্বর। ছবি: রয়টার্স
সাংহাই ব্যালে পারফর্ম অবশ্য ধারণা বদলে দিয়েছে। ১৬টির বদলে মঞ্চে নিয়ে এসেছে ৪৮টি রাজহাঁস। বার্লিন, জার্মানি, ২৯ নভেম্বর। ছবি: রয়টার্স
বোঁদে মিউজিয়ামে এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করে সাংহাই ব্যালে পারফর্ম। উদ্বোধনী প্রদর্শনীর আগে প্রচারের অংশ হিসেবেই এর আয়োজন করা হয়। বার্লিন, জার্মানি, ২৯ নভেম্বর। ছবি: রয়টার্স