Thank you for trying Sticky AMP!!

সুনামিতে সর্বস্বান্ত

একসময় সাজানো-গোছানো ঘর ছিল। সুনামির আঘাতে এখন ধ্বংসের চিহ্ন ছাড়া আর কিছু নেই। গত শনিবার স্থানীয় সময় রাত সাড়ে নয়টার দিকে সুন্দা প্রণালিকে ঘিরে থাকা সৈকত এলাকায় ভয়াবহ সুনামি আঘাত হানে। ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে এই সুনামি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এতে কমপক্ষে ৩৭৩ জন নিহত হয়েছে। প্রাণহানি হয়েছে। আহত ১ হাজার ৪৫৯ জন, নিখোঁজ রয়েছেন ১২৮ জন। ২৫ ডিসেম্বর। ছবি: এএফপি
সুনামিবিধ্বস্ত এলাকায় অসহায় দুর্গত মানুষ। বান্তেন, পান্দেলাং, জায়া, সুমুর, ২৫ ডিসেম্বর। ছবি: এএফপি
লামপাং প্রদেশের রাজাবাসা এলাকায় সুনামিবিধ্বস্ত বাড়ির বাইরে দাঁড়িয়ে শিশুটি। ২৫ ডিসেম্বর। ছবি: এএফপি
সুনামিতে নষ্ট হয়ে যাওয়া নৌকাগুলো টেনেটুনে উদ্ধারের চেষ্টায় মাছ শিকারিরা। তেলুক, লাবুয়ান উপশহর, বান্তেন প্রদেশ, ২৫ ডিসেম্বর। ছবি: এএফপি
সুনামিতে বিধ্বস্ত বাড়ি। বাসিন্দারা সব হারিয়ে এখন আশ্রয় নিয়েছে ট্রাকে। ২৫ ডিসেম্বর। ছবি: এএফপি
পার্কে এই ঘোড়ায় চড়ে হয়তো আনন্দে মেতে উঠত শিশুরা। সুনামিতে সব এখন এলোমেলো। ২৫ ডিসেম্বর। ছবি: এএফপি
একসময় হয়তো কোনো ঘরে সাজিয়ে রাখা হতো কৃত্রিম এই গোলাপ ফুল। সুনামিতে ভেঙেছে ঘর। ফুলটিও পড়ে আছে অযত্নে। ২৫ ডিসেম্বর। ছবি: এএফপি
উদ্ধারকাজে ব্যস্ত উদ্ধারকর্মী ও ত্রাণকর্মীরা। ২৫ ডিসেম্বর। ছবি: এএফপি
কাদামাখা রাস্তায় উদ্ধারকাজে ব্যস্ত বাসিন্দারা। ছবি: এএফপি