Thank you for trying Sticky AMP!!

বিমানের বিলাসবহুল কেবিন যেমন হয়

সিঙ্গাপুর এয়ারলাইনস যুক্ত করেছে নতুন ৫টি এয়ারবাস এ৩৮০। দ্বিতল এই বিমানটির সবচেয়ে দামি ও বিলাসবহুল আসন হলো সুইট। দুটি আসন জোড়া লাগালে এমনই একটি কেবিন তৈরি হয়। দম্পতিদের জন্য ভালো ব্যবস্থা! ছবি: রয়টার্স
সুইটগুলোতে বিছানার পাশাপাশি থাকছে চেয়ারও। সেখানে বসে আহার সারার পাশাপাশি যাত্রীরা পড়তেও পারেন। ব্যবহার করতে পারেন ল্যাপটপ
দেয়ালের টিভিতে দেখা যাবে চলচ্চিত্র
ছোট্ট একটি ডেস্কও মিলবে। যদি লেখালেখির কিছু থাকে, ব্যবহার করা যাবে এই ডেস্ক
এদিকে ফুল আর ফুলদানি, যেন নিজের বসার ঘর!
পোশাক রাখার ব্যবস্থা
আয়েশ করে সারা যাবে খাবার
বাথরুম ও প্রসাধনের জন্য এই ব্যবস্থা
এভাবেই সারি সারি থাকে কেবিনগুলো। প্রতিটি আসন আলাদা কিংবা দুটি আসন একসঙ্গে যুক্ত করার ব্যবস্থা থাকে। একা ও যৌথ ভ্রমণের জন্য