Thank you for trying Sticky AMP!!

আলোচিত দশ মুহূর্তে দেখে নিন বিপিএল ২০১৫

শুরু হতে না হতেই বিতর্ক। ‘হঠাৎ ছাড়পত্র পাওয়া’ দুই বিদেশিকে খেলানো নিয়ে সিলেট সুপারস্টার্সের মালিকের সঙ্গে বিবাদ তামিম ইকবালের। ছবি: শামসুল হক
দ্বিতীয় বলে রবি বোপারা, তৃতীয় বলে নুরুল হাসান, পরের বলেই মুশফিক! হ্যাটট্রিক করলেন আল-আমিন। বিশ্বকাপ-বিতর্ক, এরপর ক্যারিয়ার নিয়ে শঙ্কা মুছে দিয়েছেন জিম্বাবুয়ের বিপক্ষে। এবার জ্বলে উঠলেন আরও। ছবি: শামসুল হক
আবার বিতর্ক! এবার সাকিব আল হাসান। আউটের আবেদনে আম্পায়ার তানভীর আহমেদ সাড়া না-দেওয়ায় এই অখেলোয়াড়সুলভ আচরণ করে এক ম্যাচ নিষিদ্ধ। ছবি: শামসুল হক
গেইল কবে আসবেন, মাঠে ঝড় তুলবেন—অত অপেক্ষা করতে রাজি ছিলেন না এভিন লুইস। চট্টগ্রামের উপকূলে দেখালেন ক্যারিবীয় ‘ঝড়ে’র প্রদর্শনী। এবারের বিপিএলের একমাত্র সেঞ্চুরি। ছবি: শামসুল হক
বরিশালের সঙ্গে সিলেটের ম্যাচ। দুই ভায়রা ভাই মুশফিক ও মাহমুদউল্লাহর টস করতে নামার কথা। কিন্তু এ কী! মাহমুদউল্লাহর টস-সঙ্গী শহীদ আফ্রিদি! হঠাৎই ‘চাপ’ কমাতে মুশফিককে সরিয়ে আফ্রিদিকে সিলেটের অধিনায়ক করাটা বেশ আলোচনার জন্ম দিয়েছে। ছবি: শামসুল হক
ঝড়ই তুলছিলেন গেইল। ১২ বলেই চারটি চার আর দুটি ছক্কা। কিন্তু মুস্তাফিজ আছেন না! মায়াবী অফ-কাটারটা গেইলকে বিভ্রান্ত করে ঢুকে গেল স্টাম্পে। গেইলও চিনলেন ‘মায়াবী’ মুস্তাফিজকে। ছবি: শামসুল হক
আবু হায়দার রনির দুর্দান্ত ইন সুইং ইয়র্কার। ব্যল পড়ে গেল। ভূপাতিত ব্যাটসম্যান সিমন্স—এবারের বিপিএলের অসহ্য সুন্দর দৃশ্যগুলোর একটি। ভবিষ্যতে বাংলাদেশের জার্সিতেও নিয়মিত এমন দৃশ্যের জন্ম দেবেন রনি - এমন আশা জাগিয়ে গেল বিপিএল। ছবি: শামসুল হক
ম্যাচের আগে হঠাৎ ঘোষণা - গেইল খেলছেন না। তবে সাব্বির যেদিন এমন ‘অ্যাটাক মুড অন’ করে রাখেন, সেদিন গেইলের দরকারই বা কী! ৪৯ বলে ৭৯ রানের ঝড়ে বরিশালকে নিয়ে গেলেন ফাইনালে। ছবি: শামসুল হক
ভুলে যাওয়া অলক কাপালি আবারও আলোকিত মঞ্চে। ধৈর্য্য, টেম্পারামেন্ট, ক্লাস, সঙ্গে স্ট্রোকের দ্যুতি— পুরোনো অলকের ঝলকে শিরোপা কুমিল্লার ঘরে। ছবি: শামসুল হক
মাশরাফি নামের এই পরশপাথরের ছোঁয়ায়ই তো কাগজে-কলমে সবচেয়ে দুর্বল দল নিয়েও শিরোপা জিতে গেল কুমিল্লা। ছবি: শামসুল হক