Thank you for trying Sticky AMP!!

ছবিতে কিংবদন্তি ম্যারাডোনা

ডিয়েগো ম্যারাডোনা। ছিলেন ফুটবলের কিংবদন্তি। দলকে জিতিয়েছিলেন বিশ্বকাপ। কিন্তু ৬০ বছর বয়সেই মারা গেলেন তিনি। আজ স্থানীয় সময় বিকেলে হার্ট অ্যাটাকের শিকার হন। এই অসুস্থতা থেকে আর বেঁচে ফিরতে পারেননি কিংবদন্তি। ছবিতে তাঁর কিছু মুহূর্ত

পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপ জয় আর্জেন্টিনার। সেই বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে আছেন ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে, ১৯৮৬ সালের ২৯ জুনে
স্ত্রী ক্লদিয়ার (বাঁয়ে) সঙ্গে ম্যারাডোনা। সঙ্গে তাঁদের মেয়েরাও। ২০০০ সালে কিউবার হাভানার একটি হোটেলে জন্মদিনের অনুষ্ঠানে
২০০৬ সালের বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের লড়াই। সেই ম্যাচে গ্যালারিতে ম্যারাডোনা। জার্মানির ফ্রাঙ্কফুর্টে ম্যাচটি অনুষ্ঠিত হয়
২০১০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের কোচ ছিলেন ম্যারাডোনা। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে বিশ্বকাপের সেকেন্ড রাউন্ডের ম্যাচে মেক্সিকোর বিপক্ষে কার্লোস তেভেজ গোল করেন। তখন উচ্ছ্বাসে মাতেন ম্যারাডোনা
২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষের ম্যাচে আর্জেন্টিনা দলকে সমর্থন জানাতে মাঠে হাজির হন ম্যারাডোনা। রাশিয়ার কাজানের কাজান আরিনা স্টেডিয়ামে। ২০১৮ সালের ৩০ জুনের ছবি
আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের একটি হাসপাতালে চিকিৎসকের সঙ্গে ম্যারাডোনা। ১১ নভেম্বর ছবি প্রকাশ করেছেন ম্যারাডোনার প্রেস কর্মকর্তা