Thank you for trying Sticky AMP!!

ফিরে দেখা ২০১৫: ট্র্যাকের 'বিদ্যুৎ', ট্র্যাকের 'ঝড়'

আগস্টে বেইজিংয়ের বার্ডস নেস্টে বিশ্ব অ্যাথলেটিকসে চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার স্প্রিন্টে উসাইন বোল্টের লড়াই। ৯.৭৯ সেকেন্ড সময় নিয়ে ধরে রেখেছেন নিজের শ্রেষ্ঠত্ব। ছবি: রয়টার্স
এর পরই বোল্টের সেই বিখ্যাত উদযাপন। ছবি: রয়টার্স
আমিই ‘নাম্বার ওয়ান’—বিশ্ব অ্যাথলেটিকসে চ্যাম্পিয়নশিপে মেয়েদের ১০০ মিটারের ফাইনালে সমাপ্তিরেখা ছোঁয়ার পর আঙুল উঁচিয়ে শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস (ডানে)। দ্বিতীয় হয়েছেন ডাচকন্যা ড্যাফনে শিপার্স। ছবি: রয়টার্স
ড্যাফনে শিপার্স বেইজিংয়ে জিতলেন ২০০ মিটারের বিশ্ব শিরোপা। সেটাও গত ১৭ বছরের মধ্যে সেরা সময় করে। ২১.৬৩ সেকেন্ড সময় নিয়ে ডাচকন্যা ভেঙেছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের রেকর্ড। ছবি: রয়টার্স
বিশ্ব চ্যাম্পিয়নশিপে নিজের ভুলে হাতছাড়া করেছেন পদক। কান্নায় ভেঙে পড়লেন আমেরিকান অ্যাথলেট মলি হাডল।
জাস্টিন গ্যাটলিনের জন্য বছরটা ছিল নিজেকে ফিরে পাওয়ার। আগের বছর থেকেই দুর্দান্ত ফর্মে ছিলেন। আমেরিকান এই স্প্রিন্টার একের পর এক ভালো টাইমিং উপহার দিচ্ছিলেন। ছবি: রয়টার্স
সোমালিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ অ্যাথলেট মো ফারাহও যথারীতি তাঁর রাজত্ব ধরে রেখেছেন ৫ ও ১০ হাজার মিটারে। ছবি: রয়টার্স
বিশ্ব চ্যাম্পিয়নশিপে একটিই মাত্র বিশ্ব রেকর্ড হয়েছে, সেটি ‘অলরাউন্ডার’ অ্যাশটন ইটনের। ছবি: এএফপি