Thank you for trying Sticky AMP!!

আইফোন ৭ ও ৭ প্লাস

যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে আইফোন ৭-এর ঘোষণা দেন টিম কুক। ছবি: রয়টার্স।
অ্যাপলের নতুন পণ্য ঘোষণা দেওয়ার জন্য মঞ্চে অবস্থান নেন টিম কুক। গতকাল বুধবার নতুন আইফোন ও অ্যাপল ওয়াচ ২ উন্মুক্ত করেছে অ্যাপল। ছবি: রয়টার্স।
এবারে কালো রঙে আইফোন ৭ ও ৭ প্লাস বাজারে এনেছে অ্যাপল। গোল্ড, সিলভার, রোজ গোল্ড রং ছাড়াও জেট ব্ল্যাক ও ব্ল্যাক রঙে পাওয়া যাবে আইফোন ৭। ছবি: রয়টার্স।
আইফোনের ক্যামেরা এবার উন্নত করেছে অ্যাপল। আইফোন ৭-এর সামনে যুক্ত হয়েছে ৭ মেগাপিক্সেলের ফেসটাইম এইচডি ক্যামেরা। ছবি: রয়টার্স।
অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা জেফ উইলিয়ামস অ্যাপল ওয়াচ সিরিজ ২-এর তথ্য জানান। এতে থাকছে দ্রুতগতির প্রসেসর, অধিক উজ্জ্বল স্ক্রিন, ফিটনেস ট্র্যাকিংয়ের জন্য জিপিএস চিপ সুবিধা। ছবি রয়টার্স।
অ্যাপলের প্রধান বিপণন কর্মকর্তা ফিল শিলার নতুন আইফোনের ১০টি নতুন ফিচারের কথা বলেন। ছবি রয়টার্স।
সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হচ্ছে নতুন আইফোনের। ৩২ জিবির আইফোন ৭ বিক্রি হবে ৬৪৯ মার্কিন ডলারে। ৭ প্লাসের দাম হবে ৭৬৯ মার্কিন ডলার। ছবি: রয়টার্স।