Thank you for trying Sticky AMP!!

অসাধু ব্যবসায়ীরা চামড়া নিয়ে যা করেছে তা দুরভিসন্ধিমূলক: জাপা মহাসচিব

মসিউর রহমান রাঙ্গা

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, অসাধু ব্যবসায়ীরা চামড়া নিয়ে যা করেছে তা দুরভিসন্ধিমূলক। বিক্রেতাদের কম মূল্য দিতেই এমন অবস্থা সৃষ্টি করেছে। চামড়া নিয়ে যারা কারসাজি করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন রাঙ্গা।

আজ শনিবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভা শেষে গণমাধ্যমের সঙ্গে এ কথা বলেন জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এ সভায় সভাপতিত্ব করেন।

গতকাল শুক্রবার রাতে মিরপুরের চলন্তিকা বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণ দিতেও সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় পার্টির মহাসচিব। এ ছাড়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করতেও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
প্রেসিডিয়াম সভার বরাত দিয়ে জাতীয় পার্টির মহাসচিব বলেন, আগামী ২৩ আগস্ট হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর চল্লিশ দিন অতিবাহিত হবে। ২৩ আগস্ট হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী। এরশাদ জন্মাষ্টমীতে সরকারি ছুটি ঘোষণা করেছেন। তাই ২৩ আগস্টের পরিবর্তে ৩১ আগস্ট বাদ জোহর সারা দেশে হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া, আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মসিউর রহমান রাঙ্গা বলেন, বিরোধী দলীয় নেতা এবং রংপুর-৩ আসনে প্রার্থী নির্ধারণ দলীয় গঠনতন্ত্র অনুযায়ী হবে।

এর আগে অনুষ্ঠিত প্রেসিডিয়াম সভায় বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য এমএ সাত্তার, কাজী ফিরোজ রশীদ, মো. আবুল কাশেম, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু, নুর-ই-হাসনা লিলি চৌধুরী, সালমা ইসলাম, সুনীল শুভরায়, এস এম ফয়সল চিশতী প্রমুখ।