Thank you for trying Sticky AMP!!

অসামাজিক কার্যকলাপের অভিযোগে আ.লীগ নেতা সাময়িক বহিষ্কার

পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন। ছবি: প্রথম আলো

অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে দিনাজপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান শফিকুর রায়হানকে পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

আজ মঙ্গলবার পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুল ইসলাম প্রামাণিক এ তথ্য জানান।

হাফিজুল ইসলাম লিখিত বক্তব্যে জানান, গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দিনাজপুর জেলা পরিষদের ভিআইপি ডাক বাংলো থেকে শফিকুর রায়হানকে মাদকসহ পুলিশ আটক করে। তাঁর কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে নানাবিধ অপকর্মের অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানা ও রেলওয়ে থানায় পাঁচটি মামলা চলমান রয়েছে। এরই পরিপ্রেক্ষিতে তাঁকে উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদ থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ব্যাপারে শফিকুর রায়হান জেলহাজতে থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দিনাজপুর জেলা পরিষদের ভিআইপি ডাক বাংলো থেকে কোতোয়ালি থানা-পুলিশ শফিকুর রায়হানকে মাদকসহ আটক করে। এ ব্যাপারে দুটি মামলা হয়েছে।