Thank you for trying Sticky AMP!!

ইভিএম নিয়ে বিতর্কে জড়াতে চাই না: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ছবি: বাসস

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ইভিএম নিয়ে আজকে যে বিতর্ক, আমরা অহেতুক সে বিতর্কে জড়াতে চাই না। নির্বাচন কমিশন ইভিএম নিয়ে যে সিদ্ধান্ত নেবে, আমরা সেই সিদ্ধান্তের সঙ্গে একমত।’

আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদ্‌যাপনের অনুষ্ঠানমালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘ইভিএম থাকলেও আমরা নির্বাচনে থাকব, না থাকলেও আমরা নির্বাচনে অংশ নেব। এটা নিয়ে অহেতুক কোনো বিতর্কে জড়াতে চাই না।’

সম্প্রতি ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা ও বিনা পরোয়ানায় গ্রেপ্তার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া কোনো মামলায় যদি দোষী সাব্যস্ত হয়, এটা তদন্ত করেই ব্যবস্থা নেওয়া হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আইসিটি মামলায় নিরীহ কোনো ব্যক্তি হয়রানি, মামলা-হামলা ও নির্যাতনের শিকার হওয়ার কথা নয়। কোনো নিরীহ ব্যক্তি, তিনি সাংবাদিক হোন আর যে-ই হোন, এ রকম যদি কিছু হয়ে থাকে, আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সাংসদ মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক তন্ময় দাস, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান প্রমুখ।

এর আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কবিরহাট উপজেলায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন্নাহার শিউলী।