Thank you for trying Sticky AMP!!

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের 'অভিযোগ বক্স'

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়। প্রথম আলো ফাইল ছবি

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অভিযোগ ও পরামর্শের জন্য অভিযোগ বক্স স্থাপন করেছে শাখা ছাত্রলীগ। আজ বুধবার বেলা ১১টার দিকে অনুষদ ভবনে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক হারুন-উর-রশিদ আসকারী।

বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবন, আবাসিক হল, চিকিৎসাকেন্দ্র ও প্রশাসন ভবনে এই বক্স স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম বিষয়ক এবং ছাত্র সংগঠনসহ যেকোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করতে পারবে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিষয়ে পরামর্শ দিতে পারবে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিম তোহা প্রমুখ।

এ বিষয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ বলেন, ‘এই অভিযোগ বক্সের মাধ্যমে যেকেউ নাম প্রকাশ বা গোপন করে যেকোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করতে পারবে। যে অভিযোগগুলো আমরা সমাধান করতে পারব সেগুলো আমরা সমাধান করব, বাকিগুলো প্রশাসনের কাছে পাঠাব।’