Thank you for trying Sticky AMP!!

উত্তরা থেকে তাবিথ ও বায়তুল মোকাররম থেকে ইশরাক প্রচারণায় নামবেন

তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। ফাইল ছবি

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের জন্য বিএনপির মনোনীত প্রার্থীরা প্রতীক পাওয়ার পরপরই কাল শুক্রবার বাদ জুমা প্রচারণায় নামবেন। ঢাকা উত্তর সিটির প্রার্থী তাবিথ আউয়াল উত্তরা থেকে এবং দক্ষিণের প্রার্থী ইশরাক হোসেন বায়তুল মোকাররম মসজিদ থেকে প্রচারণা শুরু করবেন।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদার প্রথম আলোকে জানান, শুক্রবার সকাল নয়টায় তাবিথ আউয়াল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রতীক সংগ্রহ করতে যাবেন। এরপর বাদ জুমা উত্তরা ৭ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের জামে মসজিদ থেকে তিনি প্রচারণায় নামবেন।

ঢাকা দক্ষিণ সিটিতে মনোনীত প্রার্থী ইশরাক হোসেন শুক্রবার সকাল সাড়ে নয়টায় প্রতীক সংগ্রহ করতে যাবেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। এরপর জুরাইনে তাঁর বাবা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করবেন। রাজধানীর পল্টনে বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে মসজিদের উত্তর গেট থেকে প্রচারণা শুরু করার কথা রয়েছে তাঁর।