Thank you for trying Sticky AMP!!

উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে ডিসি-এসপিদের ইসির নির্দেশনা

নির্বাচন কমিশন

আসন্ন পঞ্চম উপজেলা নির্বাচন প্রভাবমুক্ত রাখতে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি সচিবালয়ের যুগ্ম সচিব (নির্বাচন পরিচালনা-২) ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত নির্দেশনা সব ডিসি-এসপির কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ‘আগামী ১০ মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে সারা দেশে চার ধাপে উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। পঞ্চম ধাপে নির্বাচন রমজানের পর জুন মাসের দিকে অনুষ্ঠিত হবে। এ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং আইনানুগভাবে অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। এ লক্ষ্যে ভোটকেন্দ্রে ও নির্বাচনী এলাকায় ভোট গ্রহণের কয়েক দিন পূর্ব থেকে দু-তিন দিন পর পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং এক্সিকিউটিভ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগের ব্যবস্থা করা হয়েছে। নির্বাচন কমিশন বিশ্বাস করে যে মাঠ প্রশাসনের সহযোগিতা ছাড়া দেশে সুষ্ঠু নির্বাচন পরিচালনা করা সম্ভব নয়। এ জন্য মাঠ প্রশাসনের সবাইকে সচেতন থাকার অনুরোধ করা হলো।’

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকালে সব প্রার্থী যেন সমান সুযোগ পান, ভোটাররা নির্বিঘ্নে ও নিরাপদে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন এবং ভোটদান শেষে তাঁরা নিরাপত্তাহীনতায় না থাকেন; সংশ্লিষ্ট জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তার নিশ্চয়তা বিধান করতে হবে। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত নিরপেক্ষভাবে প্রার্থীদের প্রচারণা আচরণ পর্যবেক্ষণ করবেন এবং যথাযথভাবে আচরণবিধি প্রতিপালনে সবাইকে পরামর্শ দেবেন। যাঁরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নির্দ্বিধায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে নির্দেশনায় উল্লেখ করা হয়।

নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টিকারী বা পরিবেশ বিনষ্টকারী যেকোনো কর্মকাণ্ড বা প্রচেষ্টার বিরুদ্ধে নির্বাচন কমিশন কঠোর অবস্থানে রয়েছে উল্লেখ করে নির্দেশনায় বলা হয়, কমিশন নির্বাচনী দায়িত্ব পালনে কারও অবহেলা প্রত্যাশা করে না। এ সিদ্ধান্তের আলোকে স্থানীয় প্রশাসন পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে নির্বাচন কমিশন আশা করে। নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা অনিয়ম আইনবহির্ভূত ঘটনা ঘটলে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা হবে বলে নির্বাচন কমিশন সিদ্ধান্তে এ কথা বলা হয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে প্রভাবমুক্ত থাকার অনুরোধ করা হয়।

১০, ১৮, ২৪ ও ৩১ মার্চ প্রথম পর্যায়ে চার ধাপে পঞ্চম উপজেলা নির্বাচনের ভোট হবে। এর মধ্যে প্রথম ধাপে ৮৬ উপজেলা ও দ্বিতীয় ধাপে ১২৪ উপজেলায় মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। তৃতীয় ধাপে ১২৭ উপজেলা ও চতুর্থ ধাপে ১২২ উপজেলায় ভোট গ্রহণ হবে। দ্বিতীয় পর্যায় অর্থাৎ পঞ্চম ধাপে বাকি উপজেলার ভোট হবে ১৮ জুন।