Thank you for trying Sticky AMP!!

এরশাদের আসনে আ.লীগের সঙ্গে সমঝোতার চেষ্টায় জাপা

জি এম কাদের। ফাইল ছবি

এইচ এম এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় পার্টি (জাপা)। জাপার চেয়ারম্যান জি এম কাদের আজ সোমবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

জি এম কাদের বলেন, এ নিয়ে আলাপ-আলোচনা কিছুটা হয়েছে। তবে তাঁরা এখনো ঐকমত্যে আসতে পারেননি। এটা হবে বা হবে না, তা এখনই বলা যাচ্ছে না।

আগামী ৫ অক্টোবর এই আসনে উপনির্বাচন হবে। এই আসনে জাপার প্রার্থী এইচ এম এরশাদের ছেলে সাদ এরশাদ।

জাপা চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ বিষয়টি বিবেচনা করবে বলে বলেছে। তবে এ জন্য মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

১৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।

জি এম কাদের বলেন, সবাই মিলে সাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। এই আসন জাপার হাতেই থাকবে।

দলে জি এম কাদের ও রওশন এরশাদকে ঘিরে দুটি পক্ষ হওয়ার বিষয়ে জাপা চেয়ারম্যান বলেন, ‘মতবিরোধ যেকোনো বড় উদ্যোগকে বাধাগ্রস্ত করতে পারত। তাই দ্বন্দ্ব ঠেকাতে আমি একটা ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটি করেছিলাম। জ্যেষ্ঠ নেতাদের দায়িত্ব দিয়েছিলাম। শনিবার রাতের সমঝোতা বৈঠকে কারও পরাজয় হয়নি। দলের সকলের বিজয় হয়েছে।’

সংবাদ সম্মেলনে দলের প্রেসিডিয়াম সদস্য সালমা ইসলাম, আদেলুর রহমান, সোলায়মান শেঠসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।