Thank you for trying Sticky AMP!!

ঐক্যফ্রন্টের বর্ষপূর্তিতে কর্মসূচির বিষয়ে আলোচনা

ফাইল ছবি

জাতীয় ঐক্যফ্রন্টের ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে কর্মসূচি পালনের বিষয়ে আলোচনা করেছে ঐক্যফ্রন্ট। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মতিঝিলে জোটের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে জোটের শীর্ষ নেতাদের বৈঠক হয়।

জোটের বৈঠকের বিষয়টি নিশ্চিত করে ঐক্যফ্রন্টের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, প্রায় ঘণ্টাখানেক নেতারা বৈঠক করেন।

বৈঠকের বিষয়ে ঐক্যফ্রন্টের নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ নেতা প্রথম আলোকে বলেন, আগামী ১৩ অক্টোবর জোটের এক বছর হতে যাচ্ছে। সেটা নিয়ে আলোচনার পাশাপাশি দেশের গণতন্ত্রহীন অবস্থায় গণতন্ত্রের সংগ্রামকে কীভাবে অব্যাহত রাখা যায়, সেসব নিয়েও কথা হয়েছে। এই নেতা জানান, আগামী ১৩ অক্টোবর একটি আলোচনা সভা হবে। এ ছাড়া অক্টোবর ও নভেম্বরে দেশের বিভিন্ন শহরে সমাবেশের ব্যাপারে কথা হয়েছে। এ ছাড়া ২৯ ডিসেম্বর ঢাকায় ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন করার সম্ভাবনা আছে। আগামী ৬ অক্টোবর তাদের আরও একটি বৈঠক হবে বলে জানান তিনি।

ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী প্রথম আলোকে বৈঠকের বিষয়ে বলেন, দেশের পরিস্থিতি নিয়ে তাঁরা আলোচনা করেছেন। এ ছাড়া বর্ষপূর্তিতে কর্মসূচি পালন নিয়েও কথা বলেছেন।

বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, জেএসডি সভাপতি আসম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।