Thank you for trying Sticky AMP!!

করোনায় আক্রান্ত হাজি সেলিম হাসপাতালে

হাজি সেলিম

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা-৭ আসনের সাংসদ হাজি মোহাম্মদ সেলিম। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।

Also Read: হাজি সেলিমের সাজা ১৩ থেকে কমে ১০ বছর

হাজি সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ মুঠোফোনে প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, গত রোববার সরকারিভাবে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন হাজি সেলিম। গতকাল সোমবার রিপোর্ট পজিটিভ আসে। এরপর দ্বিতীয় দফায় ল্যাবএইডে আবার পরীক্ষা করানো হয়। ওই রিপোর্টও পজিটিভ এসেছে।

হাজি সেলিমের শারীরিক অবস্থা ভালো আছে জানিয়ে তাঁর ব্যক্তিগত সচিব বলেন, চিকিৎসকদের পরমর্শে আজ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আইসোলেশনে আছেন।

দুর্নীতির মামলায় আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি সেলিমের সাজা বহাল রেখে সম্প্রতি রায় দেয় হাইকোর্ট। এতে তার সংসদ সদস্যপদও ঝুঁকিতে পড়েছে।