Thank you for trying Sticky AMP!!

ক্ষোভে ফুঁসছেন শিক্ষার্থীরা

বর্বরভাবে পিটিয়ে বন্ধু ও সহপাঠী আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে। বন্ধু ও ভাইয়ের হত্যার বিচার দাবিতে এক হয়েছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলছে মিছিল, স্লোগান, বিক্ষোভ। সঙ্গে আছেন শিক্ষকেরাও। ছবি তুলেছেন আবদুস সালাম, শহীদুল ইসলাম ও দিনার মাহমুদ।
আবরার ফাহাদ হত্যার সুষ্ঠু বিচার দাবিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন করে।
আবরার হত্যার বিচার দাবিতে সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচি।
বেলা সাড়ে ১১টা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয় বুয়েট শিক্ষার্থীদের।
বুয়েট ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে কর্মসূচি ঘোষণা করা হয়।
বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচার দাবি এবং শিক্ষক ও প্রশাসনকে অবাঞ্ছিত ঘোষণা করে লাল কার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে থেকে তোলা।
বুয়েট ক্যাম্পাসের মূল ফটকের সামনের সড়কে শিক্ষার্থীদের অবস্থান। ছবি: আবদুস সালাম
নারায়ণগঞ্জের চাষাঢ়ায় আবরার ফাহাদের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে মানববন্ধন করে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সরকারি তোলারাম কলেজ শাখা।
স্লোগানে স্লোগানে মুখরিত বুয়েট ক্যাম্পাস।