Thank you for trying Sticky AMP!!

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়াতে আবেদন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে মুক্তির মেয়াদ আরও বাড়ানোর জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর এই আবেদন করা হয়েছে। তিনি সরকারের নির্বাহী আদেশে দণ্ড স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তিতে আছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একটি দায়িত্বশীল সূত্র আজ প্রথম আলোকে জানিয়েছে, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে এই আবেদন করা হয়েছে।

গত বছরের ২৫ মার্চ খালেদা জিয়া সরকারের নির্বাহী আদেশে প্রথমে ছয় মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি পান। পরে গত সেপ্টেম্বর মাসে তাঁর মুক্তির মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়ানো হয়। মুক্তিতে থাকার সময় খালেদা জিয়া নিজের বাসায় থেকে চিকিৎসা নেবেন। এ সময় তিনি দেশের বাইরে যেতে পারবেন না বলে শর্ত দেওয়া হয়। ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর’–এর ধারা-৪০১ (১)-এ দেওয়া ক্ষমতাবলে খালেদা জিয়ার দণ্ডাদেশ স্থগিত করা হয়।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে খালেদা জিয়া কারাবন্দী ছিলেন।