Thank you for trying Sticky AMP!!

গণজোয়ার বিএনপির দিবাস্বপ্ন: কাদের

কক্সবাজারে আওয়ামী লীগের জনসভায় বক্তব্য দেন ওবায়দুল কাদের। ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দাবি দেশে নাকি তাদের গণজোয়ার চলছে। প্রকৃত অর্থে গণজোয়ার বিএনপির দিবাস্বপ্ন। বিএনপি আন্দোলনে ভাটা, নির্বাচনেও ভাটা, জোয়ার তারা দেখে না। জোয়ার তারা কখনোই দেখতে পাবে না।

দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে বিএনপি রাজনীতিতে আর জোয়ার এনে দেখাতে পারবে না। তারা ভাটার মধ্যেই থাকবে।

আজ মঙ্গলবার বিকেলে কক্সবাজার শহরে শহীদ দৌলত ময়দানে জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে ওবায়দুল কাদের রোহিঙ্গা সংকটের কারণে দেশের নিরাপত্তা ঝুঁকির কথা তুলে ধরেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের নেত্রী ( শেখ হাসিনা) সেদিন সীমান্তের উদার দুয়ার খুলে দিয়েছেন-মিয়ানমার থেকে বিতাড়িত রোহিঙ্গাদের জন্য। নেতা কর্মীদের নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিলাম-আমাদের নেত্রী শেখ হাসিনার নির্দেশে। আজকে কক্সবাজারের মানুষ অস্তিত্বের সংকটে। উখিয়া টেকনাফের মানুষ আতঙ্কে আছে। তারা নিজভূমে পরবাসী হয়ে গেছে। আমরা যাদের মানবিক আশ্রয় দিয়েছিলাম-আজকে তাদের কারণে স্থানীয়রা মানবিক সংকটে পতিত হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, রোহিঙ্গার কারণে আমাদের অর্থনীতি, আমাদের পর্যটন, আমাদের জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন। ১১ লাখ রোহিঙ্গা এসে ছোট্ট জায়গায় বসবাস করছে। মিয়ানমার যেন তাদের নাগরিকদের দ্রুত ফিরিয়ে নেয় সে জন্য তাদের ওপর চাপ দিতে আন্তর্জাতিক বিশ্বের কাছে আহ্বান জানানো হবে।

দুই দিনের সফরে ওবায়দুল কাদের আজ বিকেলে কক্সবাজারে আসেন। কাল বুধবার সকালে কক্সবাজার শহরের ‘লিংকরোড-লাবনি পয়েন্ট সড়ক’ চার লেনে উন্নীতকরণ কাজ পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচি রয়েছে।