Thank you for trying Sticky AMP!!

জাপা শক্ত বিরোধী দলের ভূমিকা রাখবে: রাঙ্গা

মসিউর রহমান রাঙ্গা

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, সংবিধানে বিরোধী দলের ভূমিকা অনুযায়ী জাতীয় পার্টি সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করবে। জাতীয় পার্টি শক্ত বিরোধী দলের ভূমিকা রাখবে।

আজ বুধবার দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আগ্রহী প্রার্থীদের কাছে মনোনয়ন ফরম বিতরণের পর গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন রাঙ্গা।

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের ৫০টির মধ্যে জাতীয় পার্টি পাচ্ছে ৪টি। এই ৪টি আসনে চারজন নারীকে দলীয় মনোনয়ন দেওয়ার কথা জানিয়ে সম্প্রতি সংসদের স্পিকারের দপ্তরে চিঠিও পাঠানো হয়। ৪ আসনে জাতীয় পার্টির ৪ জন প্রার্থীকে চূড়ান্ত করার পর গতকাল মঙ্গলবার আবার ওই পদেই দলীয় মনোনয়ন ফরম বিক্রির উদ্যোগ নেয় দলটি। প্রতিটি মনোনয়ন ফরমের দাম ধরা হয়েছে ১০ হাজার টাকা।

রাঙ্গা বলেন, দেশের মানুষের কথা, যানজটের কথা, প্রতিদিনের সমস্যা জাতীয় পার্টির সংসদ সদস্যরা সংসদে তুলে ধরবেন। গণমানুষের কথা বলতে এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের মানুষের মনের কথা বলেই জাতীয় পার্টি সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য প্রফেসর মাসুদ এম রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সেলিনা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পারভিন তারেক, কেন্দ্রীয় নেতা মো. মোহিবুল্লাহ, মো. রেজাউল করিম প্রমুখ।