Thank you for trying Sticky AMP!!

জুয়ার বিরুদ্ধে নতুন আইন চান বিএনপির হারুন

বিএনপির সাংসদ হারুনুর রশীদ। ফাইল ছবি

জুয়ার বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে জরুরি ভিত্তিতে সংসদে নতুন আইন প্রস্তাব করার দাবি জানিয়েছেন বিএনপির সাংসদ হারুনুর রশীদ।

আজ মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে হারুনুর রশীদ এই দাবি জানান।

জুয়া নিয়ে আদালতের রায়ের প্রসঙ্গ টেনে হারুন বলেন, রায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইন সংশোধনের প্রস্তাব। ১৮২৬ সালের যে আইন, তা অত্যন্ত দুর্বল আইন।

জুয়ার পাশাপাশি মাদকের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএনপির এই সাংসদ। তিনি বলেন, সারা দেশে মাদকের ভয়াবহ বিস্তার ঘটেছে। সরকারপ্রধান বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স। কিন্তু গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে না। ঘরে ঘরে মাদক ছড়িয়ে পড়েছে।