Thank you for trying Sticky AMP!!

জোর করে প্যারোল দেওয়া যায় না: আইনমন্ত্রী

আইনমন্ত্রী আনিসুল হক। ছবি: প্রথম আলো

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্যারোলে মুক্তি চাইতে হয়। কেউ না চাইলে সরকার কাউকে জোর করে প্যারোল দিতে পারে না। আজ সোমবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে বিএনপি চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার প্যারোলে মুক্তির আলোচনার বিষয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কাউকে প্যারোলে মুক্তি জোর করে দেওয়া যায় না, প্যারোলের জন্য আবেদন করতে হয়, প্যারোল চাইতে হয়। সরকার জোর করে কাউকে প্যারোল দিতে পারে না।