Thank you for trying Sticky AMP!!

ঠিকমতো ভোট হলে বিপুল ভোটে জিতব: ইশরাক

ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন গোপীবাগের শহীদ শাহজাহান প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি বিজয়সূচক চিহ্ন দেখান। ঢাকা, ১ ফেব্রুয়ারি। ছবি: হাসান রাজা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, ‘ঠিকমতো ভোট হলে বিপুল ভোটে জয়ী হব। আমরা সব ধরনের জরিপে করে দেখেছি, ধানের শীষ ৮০ থেকে ৯০ ভাগ ভোট পেয়ে পাস করবে।’

আজ শনিবার সকাল নয়টায় গোপীবাগে শহীদ শাহজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেওয়ার পর ইশরাক হোসেন গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন। আজ জীবনে প্রথমবার ভোট দিলেন বলেও জানান ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক। তিনি বলেন, ‘আজকে আমি জীবনের প্রথম ভোট দিলাম এর আগে ভোট দেওয়ার সুযোগ হয়নি।’

ভোট দেওয়ার পর বেশ কিছু অভিযোগ করেন ইশরাক। তিনি বলেন, ‘বিভিন্ন কেন্দ্রে রাতের সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভোট শুরুর পর শুনতে পেয়েছি কয়েকটি কেন্দ্রে আমাদের পোলিং এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।’

ইশরাক হোসেন বলেন, ‘আমি কেন্দ্রে কেন্দ্রে ঘুরে সরাসরি পরিস্থিতি দেখব। যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত, ভোটারদের ভোটকেন্দ্রে নেওয়ার জন্য যা যা করণীয়, করব। প্রয়োজনে মার খাব, আহত হব।’

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান ইশরাক। তিনি বলেন, জোর-জবরদস্তিমূলক ভোট হচ্ছে ইভিএমে। আজকের দিনটা পরীক্ষা দেখা যাক—কী হয়। ইভিএমের ত্রুটিযুক্ত প্রোগ্রামিং করা থাকতে পারে, যাতে পক্ষপাতিত্বমূলক ভোট গ্রহণ হয়। সেটা আসলে পরে বোঝা যাবে।

ইভিএমে ভোট নেওয়ার বিষয়ে শুরু থেকেই আপত্তি তোলেন বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব। আজ ইশরাকও ইভিএমের বিরোধিতা করেন। ইশরাক বলেন, ‘আমরা তো শুরু থেকেই বলছি যে ইভিএমের ওপরে আমাদের আস্থা নেই। আমি ভোট দিতে পেরেছি। কিন্তু আমাদের যে প্রান্তিক জনগোষ্ঠী রয়েছে, সাধারণ মানুষ রয়েছেন, তাঁরা কোনো দিনই এ মেশিন দেখেননি । তিনবার কমিশনে গিয়ে বুঝে আসতে হয়েছে কীভাবে ভোট দিতে হয়। তো, তাঁরা কীভাবে ভোট দেবেন? এটা তো বললেই হবে না। মানুষকে তো অভ্যস্ত হতে হবে। সেই অভ্যস্ততা তৈরি হয়নি। তারপরও জোর–জবরদস্তিমূলক ইভিএমে ভোট হচ্ছে, আমরা আমাদের অভিযোগ জমা দিয়ে এসেছি, এখন দেখা যাক কী হয়, আজকের দিনটার পরীক্ষায়।’

সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত ইশরাক হোসেন মোট ছয়টি কেন্দ্র পরিদর্শন করেছেন। এর মধ্যে দুটিতে নিজ দলের এজেন্ট পান। ইশরাক হোসেন অভিযোগ করেন, তাঁর দলের এজেন্টদের ঢুকতেই দেওয়া হচ্ছে না।

স্বামীবাগ এলাকায় ইশরাক হোসেন পৌঁছালে বেশ কিছু ভোটার তাঁর কাছে অভিযোগ করেন, তাঁদের ভোট দিতে দেওয়া হয়নি। ইশরাক এ বিষয়ে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ফোনে কথা বলেন।