Thank you for trying Sticky AMP!!

নির্বাচনে সুনিশ্চিত বিজয় দেখছেন তাপস

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস শুক্রবার পুরান ঢাকার ফুলবাড়িয়া এলাকায় নির্বাচনী প্রচার চালান। ঢাকা, ১৭ জানুয়ারি। ছবি: হাসান রাজা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে সুনিশ্চিত বিজয় দেখছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস। আজ শুক্রবার নির্বাচনী প্রচারে নেমে তিনি এই দাবি করেন।

বেলা সাড়ে ১১টার দিকে ফুলবাড়িয়া এলাকা থেকে তাপস নির্বাচনী প্রচার শুরু করেন। এ সময় পুরান ঢাকার গর্ব ও ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করেন তিনি।

তাপসের আগমন উপলক্ষে সকাল ১০টা থেকে পুরান ঢাকার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আসতে শুরু করেন।

শত শত নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে নির্বাচনী গণসংযোগ শুরুর আগে তাপস বলেন, ‘আমি হয়তোবা একমাত্র মেয়র প্রার্থী, যিনি ঐতিহ্যবাহী ঢাকাকে নিয়ে চিন্তা করে সুনির্দিষ্ট উন্নয়নের রূপরেখা দিয়েছি। পাঁচটি ভাগে উন্নয়নের রূপরেখা ভাগ করেছি।’

তাপস বলেন, ‘প্রথমেই হলো আমাদের ঐতিহ্যের ঢাকা। এই ঢাকাকে আমরা ভালোবাসি। আমাদের ঐতিহ্যের ঢাকা, গর্বের ঢাকা। সেই গর্ব, ঐতিহ্যকে আমরা পুনরুদ্ধার করতে চাই। ঐতিহাসিক ঢাকার সংস্কৃতি, ঐতিহ্য ও স্বকীয়তাকে আমরা পুনরুজ্জীবিত করে উন্নত ঢাকা হিসেবে গড়ে তুলব।’

তাপস বলেন, তিনি যে উন্নয়নের রূপরেখা দিয়েছেন, তা ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছেন। তিনি বলেন, ‘৩০ জানুয়ারি নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের নির্বাচিত করে জনগণ তাঁদের সেবক হিসেবে দায়িত্ব দেবে, এটা আমরা আশা করছি। বিজয় আমাদের সুনিশ্চিত।’

আজ দুপুরে আরমানিটোলার তারা মসজিদে জুমার নামাজ আদায় করবেন তাপস। এরপর চকবাজার, বংশাল ও কোতোয়ালি এলাকার বিভিন্ন স্থানে গণসংযোগ করবেন এই মেয়র প্রার্থী।