Thank you for trying Sticky AMP!!

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির এজেন্টদের পিটিয়ে বের করে দিল ছাত্রলীগ

ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের এনেক্স ভবন কেন্দ্র থেকে বিএনপি–সমর্থিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীর পোলিং এজেন্টদের পিটিয়ে বের করে দিয়েছে ছাত্রলীগ৷ ক্যাম্পাসের চারটি কেন্দ্র থেকেই বিএনপি প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে৷

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-সমর্থক শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক এ বি এম ওবায়দুল ইসলাম প্রথম আলোর কাছে অভিযোগ করে বলেন, আজ শনিবার বেলা একটার দিকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ এলাকায় অবস্থিত এনেক্স ভবনের ভোটকেন্দ্র থেকে বিএনপি প্রার্থীদের এজেন্টদের পিটিয়ে বের করে দিয়েছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা৷ এর আগে সকালেই ক্যাম্পাসের অন্য তিনটি কেন্দ্র থেকে ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেন ও বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী খাজা হাবিবের পোলিং এজেন্টদের বিতাড়িত করা হয়েছে৷

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা একটার দিকে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং ডাকসুর স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী ও বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) জিএস কাজল দাসের নেতৃত্বে ছাত্রলীগের ২০-৩০ জন নেতা-কর্মী এনেক্স ভবন কেন্দ্রে ঢোকেন। কেন্দ্রে থাকা বিএনপি প্রার্থীদের দুজন এজেন্টকে ভয় দেখিয়ে কেন্দ্র থেকে বাইরে এনে পেটান তাঁরা৷ পরে ওই এলাকা থেকে তাঁদের বিতাড়িত করা হয়৷

সাদ বিন কাদের চৌধুরী ও কাজল দাসের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি৷

বেলা সোয়া দুইটা পর্যন্ত এনেক্স ভবন কেন্দ্রে ক্যাম্পাসের অন্য কেন্দ্রগুলোর তুলনায় বেশি ভোট পড়েছে৷ এই কেন্দ্রে প্রায় ৪০০ ভোট পড়েছে৷ ক্যাম্পাসের ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ২৫৪ ভোট, উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ১৭৮ আর কার্জন হল কেন্দ্রে পড়েছে ২৫৫ ভোট৷