Thank you for trying Sticky AMP!!

দীঘিনালায় জেএসএসের (এম এন লারমা) অবরোধ প্রত্যাহার

উপজেলা পরিষদ নির্বাচনে অনিয়মের অভিযোগে আঞ্চলিক দল জেএসএসের (এম এন লারমা) অনির্দিষ্টকালের সড়ক অবরোধে আজ দীঘিনালা শহর। ছবি: পলাশ বড়ুয়া

খাগড়াছড়ির দীঘিনালায় অনির্দিষ্টকালের সড়ক অবরোধ ডেকে তা প্রত্যাহার করেছে আঞ্চলিক দল জেএসএস (এম এন লারমা)। আজ মঙ্গলবার বিকেলে জেএসএস অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেয়। 

দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে সংগঠনটির সমর্থিত তিন প্রার্থী ভোট বর্জন করে অনির্দিষ্টকালের জন্য দীঘিনালা-খাগড়াছড়ি সড়কে অবরোধের ডাক দিয়েছিলেন।

জেএসএসের লারমা পক্ষের চেয়ারম্যান প্রার্থী প্রফুল্ল কুমার চাকমা ও ভাইস চেয়ারম্যান প্রার্থী সমদানন্দ চাকমার সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনদুর্ভোগ ও জনস্বার্থের বিষয়টি বিবেচনা করে তাঁরা অনির্দিষ্টকালের জন্য ডাকা দীঘিনালা-খাগড়াছড়ি সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছেন।

আজ ডাকা অবরোধ চলাকালে দীঘিনালা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো যানবাহন ছেড়ে যায়নি। সকালে লারমা স্কয়ার এলাকায় জেএসএসের কর্মীরা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। তবে দুপুরের পর অভ্যন্তরীণ সড়কে কিছু সংখ্যক ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবির টহল জোরদার ছিল।

জেএসএস পক্ষের উপজেলা কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি লোচন দেওয়ান প্রথম আলোকে বলেন, ‘জনগণের দুর্ভোগ লাঘব ও জনস্বার্থ বিবেচনা করে আমরা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেছি। তবে আমরা নির্বাচিতদের প্রত্যাখ্যান করছি।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব বলেন, ‘অবরোধ চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার ছিল।’