Thank you for trying Sticky AMP!!

দুর্নীতির সঙ্গে জড়িত কাউকে প্রধানমন্ত্রী ক্ষমা করবেন না: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

আ ক ম মোজাম্মেলের ফাইল ছবি

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, দুর্নীতি ও অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমা করবেন না। যাঁরা বিপথগামী হয়েছেন, তিনি তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছেন। এমনকি ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যাঁরা অপকর্মের সঙ্গে জড়িত, তিনি তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে কার্পণ্য করছেন না।

আজ শনিবার গাজীপুরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মোজম্মেল হক এসব কথা বলেন। আজ সকালে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে চান্দনা উচ্চবিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে এ আলোচনা সভা।

মোজাম্মেল হক বলেন, ‘আমরা এত দিন সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, জঙ্গিবাদ নির্মূল করেছি, এখন আমাদের চলমান স্লোগান হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। যেখানে দুর্নীতি, সরকার সেখানে হাত বাড়িয়ে তা নির্মূল করবে। কারণ, দুর্নীতির শিকড় অনেক গভীরে। তাই দুর্নীতি উপড়ে ফেলতে আমরা সবাই সচেষ্ট থাকব।’

আজকের অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতি—এই চারটি দানবের বিরুদ্ধে আমাদের লড়াই। এসব দানব নির্মূলে আমাদের অভিযান চলছে। এ অভিযান চলমান থাকবে। যারা নোংরা রাজনীতি করে, টাকার পেছনে দৌড়ায়, তাদের আপনারা পরিহার করুন।’

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা অনেক প্রতিশ্রুতি দিই, ভালো ভালো কথা বলি, কিন্তু সেগুলো বাস্তবায়ন করি না। প্রধানমন্ত্রী মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। এগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন। আমরাও প্রধানমন্ত্রীর সঙ্গে থেকে আমাদের রাজনীতির কর্মকাণ্ড পরিচালিত করব।’

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী পুলিশ কমিশনার আশরাফুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শামসুননাহার ভূঁইয়া, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আখতারউজ্জামান, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম প্রমুখ।