Thank you for trying Sticky AMP!!

নির্বাচন পেছালে মানুষের মনে সন্দেহের সৃষ্টি হবে: বি চৌধুরী

এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। ফাইল ছবি

নির্বাচন পেছানোর আর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, সারা দেশে এখন নির্বাচনের আমেজ চলে এসেছে। এই মুহূর্তে আর নির্বাচন পেছানো ঠিক হবে না। সংসদ নির্বাচন হবে কি হবে না, তা নিয়ে মানুষের মনে সন্দেহের সৃষ্টি হবে।

আজ বুধবার দুপুরে বারিধারায় এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এ সব কথা বলেন।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ বদরুদ্দোজা চৌধুরীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর বদরুদ্দোজা চৌধুরী সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন।

গতকাল বিএনপির নয়াপল্টনের কার্যালয়ের সামনে যানবাহন ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘এটি নির্বাচনকে নস্যাৎ করার ষড়যন্ত্র। মনোনয়নপত্র জমা দেওয়ার আনন্দ উৎসবে নেতা-কর্মীরা কেন লাঠি নিয়ে আসবে? কেন যানবাহনে আগুন দেবে? এগুলো পরিকল্পিত ষড়যন্ত্র।’ দ্রুত এ ঘটনায় জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তিনি বিচারের আওতায় আনার দাবি জানান।