Thank you for trying Sticky AMP!!

পদ্মা সেতু নিয়ে বিএনপি-জামায়াত অপপ্রচার চালাচ্ছে: নানক

জাহাঙ্গীর কবির নানক। ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, শত বাধা পেরিয়ে পদ্মা সেতু যখন বাস্তবে রূপ নিচ্ছে, তখন মানুষের মাথা লাগবে বলে বিএনপি-জামায়াত অপপ্রচার চালাচ্ছে।

নীলফামারী পৌরসভা মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় আজ রোববার নানক এ মন্তব্য করেন।

সভায় নানক আরও বলেন, ‘আওয়ামী লীগকে ধ্বংস ও নিশ্চিহ্ন করতে কম চেষ্টা হয়নি। কিন্তু আওয়ামী লীগ ধ্বংস হয়ে যায়নি। কারণ আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ শক্তিশালী। তাঁরা স্বার্থহীনভাবে দলকে সমর্থন করেন।’

জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বর্ধিত এ সভার উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর। সভায় প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক।

বিশেষ অতিথির বক্তব্যে আসাদুজ্জামান নূর বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো মনোনয়ন দিলে সেটির বিরুদ্ধে যাওয়া মানে দলের ও আদর্শের বিরুদ্ধে যাওয়া। গত উপজেলা চেয়ারম্যান নির্বাচনে দু-একটি ভুল হলেও হতে পারে। কিন্তু সেটির দায় তো প্রধানমন্ত্রীর না। আমাদের তৃণমূলের কর্মীরা হয়তো তাঁকে ভুল তথ্য দিয়েছেন। মনোনয়ন পাওয়া নেতারা ভালো না হলে তাঁদের তৃণমূলেই বাদ দেওয়া হয় না কেন? তাঁরা কীভাবে সভাপতি হন, সাধারণ সম্পাদক হন? আমরাই তাঁকে আজ নিয়ে আসছি, কাল বিদায় করে দিচ্ছি। এটা সম্পত্তির ভাগাভাগি নয়, দেশ ও দেশের মানুষের ভাগ্যের ব্যাপার।’