Thank you for trying Sticky AMP!!

বিএনপির ভেতরেই ঐক্য নেই: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ভেতরেই ঐক্য নেই। তাদের বরং নিজের দলের ঐক্যটাকে ধরে রাখার চেষ্টা করাই শ্রেয়।

মন্ত্রী আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিএনপির মহাসচিবের এক মন্তব্যের জবাবে এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রথমত তারা ডান-বাম-অতি বাম-অতি ডান, প্রতিক্রিয়াশীল এবং ধর্মান্ধ গোষ্ঠীর সবাইকে এক করে গত ২০১৮ সালের নির্বাচনেও সরকারের বিরুদ্ধে একটি বৃহত্তর ঐক্য গড়ে তোলার চেষ্টা করেছিল। কাচের গ্লাসের মতো সেই ঐক্য ভেঙে গেছে। যে দলগুলো একত্র হয়েছিল, সেগুলোর অভ্যন্তরীণ ঐক্য নেই এবং বিএনপির ভেতরেও তা নেই। যেহেতু বৃহত্তর ঐক্যের চেষ্টায় কোনো ফল তাঁরা পাননি, সুতরাং তাঁদের নিজের দলের ঐক্যটাকে ধরে রাখার চেষ্টা করাই শ্রেয়।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির নেতারা যেভাবে বক্তব্য রাখছেন, গত কিছুদিন ধরে যেভাবে একে অপরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন এবং সামনের সারিতে বসা নিয়ে যে মারামারি করেছেন, এতে তাঁদের দলে যে প্রচণ্ড অনৈক্য, সেটি বেরিয়ে আসছে।’

‘ভ্যাকসিন নিয়ে সরকার টালবাহানা করছে’—বিএনপির নেতা রুহুল কবির রিজভীর এমন মন্তব্যের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘একটি ভুল সংবাদের পরিপ্রেক্ষিতে করোনা ভ্যাকসিন নিয়ে যে ধূম্রজাল তৈরি হয়েছিল, সেটি ইতিমধ্যেই নিরসন হয়েছে। এরপরও এ কথাগুলো বলে বিএনপি জনগণের মধ্যে প্রথম থেকেই যে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালিয়ে এসেছে, তা জিইয়ে রাখতে চায়।’ তিনি বলেন, বাংলাদেশ চুক্তি অনুযায়ী যথাসময়েই এই ভ্যাকসিন পাবে।

নোয়াখালীর আওয়ামী লীগ নেতা আবদুল কাদের মির্জার বক্তব্য নিয়ে প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘মির্জা কাদের যে বক্তব্য রেখেছেন সেটির ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তিনি বলেছেন, “নোয়াখালীর অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটেই তিনি কথা বলেছেন, সারা দেশের রাজনীতি নিয়ে নয়।” আমি মনে করি, আমাদের দলের মধ্যে যে গণতন্ত্র আছে, যে কেউ তার অভিমত ব্যক্ত করতে পারে, মির্জা কাদেরের বক্তব্য সেটিরই বহিঃপ্রকাশ।’

এর আগে অনলাইনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন এবং সেখানে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।