Thank you for trying Sticky AMP!!

বিএনপি নেতা গিয়াসের বিরুদ্ধে পরোয়ানা

গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি, হুমকি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার চট্টগ্রামের জে৵ষ্ঠ বিচারিক হাকিম শহীদুল্লাহ কায়সার শুনানি শেষে এই আদেশ দেন।

গিয়াসের আইনজীবী এনামুল হক প্রথম আলোকে বলেন, হার্টের সমস্যায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন গিয়াস কাদের। অবস্থার অবনতি হলে উন্নতি চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। এ জন্য এই মামলায় তিনি হাজির হতে পারেননি। অসুস্থতার কথা উল্লেখ করে সময়ের আবেদন করা হয়। আদালত তা নাকচ করে পরোয়ানা জারির আদেশ দেন।

গত বছরের ৩১ মে ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরি বাদী হয়ে আদালতে মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, ফটিকছড়িতে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ও মানহানিকর কথা বলেন বিএনপির এই নেতা।